বিনোদন ডেস্ক : গত মাসে প্রাক্তন স্ত্রী অপু বিশ্বাস ও পুত্র আব্রাম খান জয়কে নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে সময় কাটান ঢালিউড কিং শাকিব খান। পুত্রের সঙ্গে কাটানো বেশ কিছু ছবি অন্তর্জালে ভাইরাল হয়। প্রশ্ন উঠে— ছোট ছেলে শেহজাদকে নিয়ে কেন অবসর কাটাতে দেখা যায় না শাকিবকে?
বৃহস্পতিবার (১০ আগস্ট) সকালে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেন শাকিব। সকাল ৮টা ৪০ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন তিনি। সকাল ১০টা ১ মিনিটে বিমানবন্দরে ভিআইপি এক্সিট গেটে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে দুই পুত্রকে নিয়ে কথা বলেন শাকিব।
শাকিব খান বলেন, ‘আব্রাম ও শেহজাদ দুই সন্তানের জন্য আমার সবসময় ভালোবাসা আছে। আব্রামকে সুন্দর মেমোরি দেওয়ার চেষ্টা করেছি। শেহজাদের প্রতিও আমার সমান ভালোবাসা থাকবে।’
সম্প্রতি মুক্তি পাওয়া ‘প্রিয়তমা’ সিনেমা প্রসঙ্গে শাকিব খান বলেন, ‘‘শুধু বাংলাদেশ নয়, পৃথিবীর যেখানে ‘প্রিয়তমা’ চলছে, সবখানে ভালো যাচ্ছে। এটা বাংলা সিনেমার নতুন পথ উন্মোচন করলো।’’
গত ৪ জুলাই রাতে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন শাকিব খান। সেখানে দর্শকদের সঙ্গে হলে বসে ‘প্রিয়তমা’ উপভোগ করেন। একই সঙ্গে দর্শকদের ভালোবাসা ও উচ্ছ্বাস কাছ থেকে দেখে নিজেও আবেগাপ্লুত হন তিনি।