পপুলার২৪নিউজ প্রতিবেদক:
বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রি। একটা সময় প্রচুর সিনেমা হত, ব্যবসা হতো। প্রযোজক, পরিচালক আর শিল্পী-কলাকুশলীতে জমজমাট থাকতো এই আঙিনা। সময়ের পরিক্রমায় সেই জৌলুস আর নেই। প্রায় ধ্বংসের দ্বারপ্রান্তে এখন দেশের সিনেমা ইন্ডাস্ট্রি।
গত এক দশকের বেশি সময় ধরে ঢাকাই সিনেমা খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে। তাও সেটা শাকিব খানের ওপর ভর করে। দেশসেরা এই নায়কের সিনেমা দিয়েই ব্যবসা করে আসছেন প্রযোজক ও হল মালিকেরা। তাই শাকিবকে বলা হয় ঢালিউডের কাণ্ডারি।
শুধু নায়কই নয়, একজন প্রযোজক হিসেবে ঢালিউডের হাল ধরেছেন শাকিব খান। তার নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মস থেকে নির্মাণ করছেন বেশ কয়েকটি সিনেমা। গত রোজার ঈদে মুক্তি পাওয়া ‘পাসওয়ার্ড’ নির্মাণের সময়ই শাকিব জানিয়েছিলেন, তিনি এখন থেকে প্রতি বছর তিন-চারটি সিনেমা প্রযোজনা করবেন।
সিনেমা প্রযোজনাতেই সীমাবদ্ধ থাকছেন না শাকিব খান। অন্য প্রযোজকদের উৎসাহী করতে এবং সিনেমা হলের উন্নয়নেও কাজ করছেন তিনি। সেই লক্ষ্যে উদ্যোগ নিয়েছেন দেশের দুই শতাধিক সিনেমা হলে ডিজিটাল মেশিন বসানোর।
শাকিব জানিয়েছেন, তার প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মস থেকে শিগগিরই ২০০’র বেশি সিনেমা হলে ডিজিটাল মেশিন বসানো হবে। ইতোমধ্যে এই প্রক্রিয়া সম্পন্ন করার জন্য তিনি লোক নিয়োগ দিয়েছেন। আগামী ঈদ মৌসুমেই শুরু হবে এই উদ্যোগের বাস্তবায়ন। শাকিব খানের অর্থায়নে এই ডিজিটাল মেশিন বসানোর প্রক্রিয়ার নাম দেয়া হয়েছে ‘এসকে বিগ স্ক্রিন’।
এদিকে শাকিব খানের প্রযোজনা প্রতিষ্ঠান থেকে সম্প্রতি চারটি সিনেমার ঘোষণা দেয়া হয়েছে। যার মধ্যে ‘বীর’ নামের একটি সিনেমার শুটিং ইতোমধ্যে শুরু হয়ে গেছে।
২০১৪ সালে প্রথম সিনেমা প্রযোজনা করেছিলেন শাকিব খান। সেটির নাম ছিল ‘হিরো দ্য সুপারস্টার’। সিনেমাটি সুপারহিট হয়েছি। ঈদে শাকিব প্রযোজিত ‘পাসওয়ার্ড’ সিনেমাটিও হয়েছে ব্যবসা সফল ।