দুই যুদ্ধাপরাধীর প্রাণদণ্ডের রায়ে সন্তুষ্ট প্রসিকিউটর

 পপুলার২৪নিউজ প্রতিবেদক:

একাত্তরে কিশোরগঞ্জ এলাকায় হত্যা, গণহত্যা, ধর্ষণের মত মানবতাবিরোধী অপরাধ সংঘটনের দায়ে তখনকার রাজাকার বাহিনীর সদস্য মোসলেম প্রধান ও পলাতক সৈয়দ মো. হুসাইনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। বিচারপতি আনোয়ারুল হক নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আজ বুধবার সংখ্যাগরিষ্ঠের মতের ভিত্তিতে এই রায় ঘোষণা করে। রায়ে সন্তোষ প্রকাশ করে ট্রাইব্যুনালের প্রসিকিউটর তুরিন আফরোজ তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সাংবাদিকদের বলেন, রায়ে আমরা অত্যন্ত খুশি। সফল্ভাবে কাজ করতে পেরেছি। দুটো মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, একটি আমৃত্যু কারাদণ্ড এবং অপর তিনটি অভিযোগে ২২ বছরের সশ্রম কারাদণ্ড হয়েছে।

একটি দিক দিয়ে এ মামলায় অসাধারণ সাফল্য এসেছে মন্তব্য করে তিনি বলেন, এই রায়ে প্রথমবারের মত যুদ্ধকালীন ধর্ষণকে গণহত্যার স্বীকৃতি দেওয়া হয়েছে। একাত্তরের গণধর্ষণকে আদালত জেনোসাইডাল রেপ হিসেবে স্বীকৃতি দিয়েছে, ওই চার্জে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী আবদুস সাত্তার পালোয়ান বলেন, ট্রাইব্যুনাল ও আইনের প্রতি আমরা শ্রদ্ধাশীল। মক্কেলের সঙ্গে পরামর্শ করে আপিলের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। রায়ে বলা হয়, প্রসিকিউশনের আনা ছয় অভিযোগের সবগুলোই প্রমাণিত হয়েছে। ফাঁসিতে ঝুলিয়ে আসামিদের সাজা কার্যকর করতে হবে।

পূর্ববর্তী নিবন্ধবাবরি মসজিদ ধ্বংসে আদভানিসহ ২১ জনের বিরুদ্ধে মামলা চলবে
পরবর্তী নিবন্ধমুক্তিযুদ্ধকালীন ধর্ষণ-গণধর্ষণকেও গণহত্যার সমান অপরাধ ঘোষণা