দুই ম্যাচ হাতে রেখেই শিরোপা চেলসির

পপুলার২৪নিউজ ডেস্ক:
দুই ম্যাচ হাতে রেখেই ইংলিশ প্রিমিয়ার লীগের শিরোপা নিশ্চিত করেছে চেলসি।

শুক্রবার ওয়েস্ট ব্রমউইচকে ১-০ গোলে হারায় অ্যান্থনিও কন্তের শিষ্যরা। শেষ মুহূর্তে দলের জয়সূচক গোলটি করেন বদলি নামা মিশি বাতসুয়াইয়ি।

এ নিয়ে ক্লাবের ইতিহাসে ষষ্ঠ এবং বিগত ১৩ বছরে পঞ্চম শিরোপা জিতল চেলসি।

জিতলেই শিরোপা, হারলে অপেক্ষা বাড়বে- এমন সমীকরণে ওয়েস্ট ব্রুমের মাঠে খেলতে নামে চেলসি। শুরু থেকেই একের পর এক আক্রমণে স্বাগতিকদের কোণঠাসা করে ফেলে চেলসি।

প্রথমার্ধে প্রতিপক্ষের গোলপোস্টে ১৪টি শট নেন চেলসির খেলোয়াড়েরা। তবে ভাগ্য সহায় হয়নি কস্তা-ফেব্রিগেসদের।

বিরতি থেকে ফিরেও বারবার ওয়েস্ট ব্রমের রক্ষণে গিয়ে ব্যর্থ হতে থাকে চেলসির আক্রমণ। তবে বদলি নেমে ৮২ মিনিটে জয়সূচক গোলটি করেন বাতসুয়াইয়ি।

ডান দিক থেকে স্প্যানিশ ডিফেন্ডার সিজার আসপিলিকুয়েতার পাস ধরে ছয় গজ দূর থেকে বাঁ পায়ের জোরালো দলকে শিরোপা জয়ের উৎসবে মাতান তিনি।

এ নিয়ে ইংলিশ প্রিমিয়ার লীগে অভিষেক মৌসুমেই শিরোপা জিতলেন ইতালিয়ান কোচ অ্যান্থনি কন্তে। এছাড়া ক্লাব ফুটবলে টানা চতুর্থ শিরোপার স্বাদ পেলেন তিনি। আগের তিন মৌসুমে অ্যান্থনির নেতৃত্বে জুভেন্টাস টানা ইতালিয়ান সিরি আ শিরোপা জেতে।

এ জয়ে ৩৬ ম্যাচ শেষে চ্যাম্পিয়ন চেলসির পয়েন্ট ৮৭। এক ম্যাচ কম খেলা দ্বিতীয় টটেনহ্যাম হটস্পারের পয়েন্ট ৭৭।

৩৬ ম্যাচে ৭০ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে লিভারপুল। এক ম্যাচ কম খেলা চতুর্থ ম্যানচেস্টার সিটির পয়েন্ট ৬৯।

পূর্ববর্তী নিবন্ধবরগুনায় স্বামীর অত্যাচারে স্ত্রীর মৃত্যু
পরবর্তী নিবন্ধশখের বডিগার্ড মোশাররফ করিম