পপুলার২৪নিউজ ডেস্ক:
ভারতের বক্স অফিসে এতদিনের সমস্ত রেকর্ড ভেঙে ১৮০০ কোটির ব্যবসা করেছে এস এস রাজামৌলির ‘বাহুবলী ২: দ্য কনক্লুশন’।
অন্যদিকে চীনে রিলিজের পর থেকে একের পর এক রেকর্ড করেই চলেছে দঙ্গল। আয় করেছে প্রায় ১১৫০ কোটি টাকা।
এবার সেই দেশের মাটিতেই শুরু হতে চলেছে দুই মহারথীর মহাযুদ্ধ। এক দিকে বাহুবলী, অন্যদিকে দঙ্গল। খবর আনন্দবাজার পত্রিকা।
১৭ সেপ্টেম্বরের ড্রাগনের দেশে মুক্তি পেতে চলেছে ‘বাহুবলী ২: দ্য কনক্লুশন’।একসঙ্গে ৪০০০টি স্ক্রিনে মুক্তি পেতে চলেছে ছবিটি।
সিনে বিশেষজ্ঞদের মতে, চীনে খুব সহজেই বক্স অফিসের দৌড়ে আমির খানকে পেছনে ফেলে দেবেন প্রভাস। এখনও পর্যন্ত চীন বাদে সারা বিশ্বে দঙ্গলের রোজগার ৭৫০কোটি। আর শুধুমাত্র চীনেই আয় ১১৫০ কোটি টাকা।
অন্যদিকে শুধুমাত্র দেশেই বাহুবলীর রোজগার প্রায় ১৮০০ কোটি টাকা। বিশ্বে এই ছবির গ্রস রোজগার ৩০০০ কোটি টাকা।