পপুলার২৪নিউজ ডেস্ক:
আইফোন টেন খুলে দেখা গেছে এতে দুটি ব্যাটারি আছে। সম্প্রতি চীনে আইফোন টেন স্মার্টফোন খোলা হয়। আর এ স্মার্টফোন খোলার সম্পূর্ণ দৃশ্যটি ভিডিও করা হয়।
ভিডিওতে দেখা গেছে আইফোন টেনে দুটি ব্যাটারি আছে। ব্যাটারি দুটি আলাদা আলাদাভাবে ফোনের ভেতরে রাখা আছে। অ্যাপল কখনও আইফোনের ব্যাটারিবিষয়ক তথ্য জনসমক্ষে প্রকাশ করে না।
তবে চীনা সার্টিফিকেশন ওয়েবসাইট টিনাতে আইফোন টেনের ব্যাটারির তথ্য প্রকাশ হয়েছে। জানা গেছে আইফোন টেনে ২৭১৬ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি আছে। ভিডিওতে আইফোন টেনে ডুয়াল ব্যাটারিসহ ট্রু– ডেপথ ক্যামেরা সেন্সর দেখা গেছে।
তাছাড়া এতে অ্যাপলের এ১১ বায়োনিক প্রসেসর ছিল। আইফিক্সিট আইফোন ৮ প্লাস স্মার্টফোনও খুলে দেখেছে। তাতে আইফোন টেনের মতো দুটি ব্যাটারি নেই। ফোনে একটি মাত্র ব্যাটারি আছে যার ক্ষমতা ২৬৯১ মিলিঅ্যাম্পিয়ার। অ্যাপলের দাবি আইফোন টেন আইফোন ৭ স্মার্টফোনের থেকে ২ ঘণ্টা বেশি চার্জ ধরে রাখে। তাছাড়া এটি তারবিহীন চার্জিং প্রযুক্তি সমর্থন করে।