দুই বছর পর উপস্থাপনায় আনজাম মাসুদ

বিনোদন ডেস্ক:

আন্তর্জাতিবক পুরস্কারপ্রাপ্ত নন্দিত উপস্থাপক ও গুনী নির্মাতা আনজাম মাসুদ। তার উপস্থাপনায় বিটিভির আজকাল, পরিবর্তন নামে ম্যাগাজিন অনুষ্ঠানগুলো জনপ্রিয়তা পেয়েছে।

তবে নানা ব্যস্ততায় গেল দুই বছর উপস্থাপনায় দেখা মিলেনি তার। সেই বিরতি কাটিয়ে ঈদের একটি অনুষ্ঠানের উপস্থাপনার মধ্যদিয়ে দুই বছর পর উপস্থাপনায় ফিরেছেন।

অনুষ্ঠানের নাম ‘আমি কথা বলতে চাই’। এটি মূলত একটি প্রতিযোগিতামূলক টক শো। অনুষ্ঠানে ১৫ জন উপস্থাপকের পাশাপাশি চারটি নাটিকায় ৯ জন অভিনয়শিল্পীও অংশগ্রহন করেছেন। এটি এটিএন বাংলার ঈদ আয়োজনে আজ ২২ মে রাত ১০টা ৩০ মিনিটে প্রচার হবে।

উপস্থাপনার পাশাপাশি অনুষ্ঠানটি পরিকল্পনা, গ্রন্থনা এবং নির্দেশনাও দিয়েছেন আনজাম মাসুদ। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘দীর্ঘদিন পর উপস্থাপনা নিয়ে পর্দায় ফিরলাম। আগেই ভাবনায় ছিল ভিন্ন আঙ্গিকে কিছু নিয়ে ফিরব। আমি কথা বলতে চাই অনুষ্ঠানটি সত্যিকার অর্থেই ভিন্নধর্মী। আমার মনে হয় এতোজন উপস্থাপক নিয়ে এর আগে কেউ এ ধরনের অনুষ্ঠান করেনি।

একই নামে অনুষ্ঠানটি নিয়মিত করার ইচ্ছে আছে। তবে সেগমেন্টে আরও অনেক পরিবর্তন আসবে। সে লক্ষ্যেই কাজ করছি এখন।’

আনজাম মাসুদ জানান, অনুষ্ঠানে উপস্থাপক খন্দকার ইসমাইল, ফেরদৌস বাপ্পী, শফিউল আলম বাবু, দেবাশীষ বিশ্বাস, তানভীর তারেক, আলিফ চৌধুরী, ইমতু, শান্তা জাহান, সায়েম সালেক, মৌসুমী মৌ, লাবণ্য, নীল, শ্রাবণ্য, ইভান সাইর অংশগ্রহণ করেছেন।

 

পূর্ববর্তী নিবন্ধকরোনায় আক্রান্ত বিশেষ শিশুদের পাশে ঋতুপর্ণা
পরবর্তী নিবন্ধজুনায়েদ বাবুনগরীর প্রেসসচিব ফারুকী গ্রেফতার