দুঃস্থদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করেছে ভালোবাসার বন্ধন ফেসবুক গ্রুপ

মেহের মামুন ( গোপালগঞ্জ ) প্রতিনিধি:
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার পুরাতন মুকসুদপুর এবং নোয়াখালীতে দুঃস্থদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করেছে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকের ভালোবাসার বন্ধন নামের একটি গ্রুপ। ১১ আগস্ট রবিবার বিকেলে মুকসুদপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের পুরাতন মুকসুদপুর এবং এর আশে পাশে ৫০ টি পরিবারের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করা হয়। ঈদ বস্ত্র বিতরণে সহযোগিতা করেছেন ভালোবাসার বন্ধন গ্রুপের সদস্য রাছেল মির্জা, সিমলা আহম্মেদ, রাজু মির্জা, সুমাইয়া ইসলাম সাদিয়া, নাসরিন,মোরাদ শেখ,সোহেল,ইউনুস, সফিকুল ইসলাম, অভিমানি রাজকন্যা। ফেসবুক গ্রুপ ভালোবাসার বন্ধন পরিবারের প্রতিষ্ঠাতা আনোয়ার হোসেন রাজ বলেন আমরা এ বছর পবিত্র ঈদুল আযহা উপলক্ষে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় ৫০ এবং নোয়াখালীতে ৪০টি পরিবারের মাঝে কাপড় লুঙ্গি বিতরণ করা হয়েছে।এর আগে গ্রুপের পক্ষ থেকে স্কুলে শিক্ষাপোকরণ সামগ্রী বিতরণ, কোরআন শরীফ বিতরণ, ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে । গ্রুপের রাছেল মির্জার অবদান অতুলনীয়। আমরা আশাবাদী আগামীতে এই ধরনের ভালো কাজেরমাত্রা আর বাড়বে বলে আশা করছি। এছাড়াও যদি সামর্থ্যবান মানুষ গুলো একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেয় তাহলে আমরা একটু হলেও অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে পারবো।

পূর্ববর্তী নিবন্ধডেঙ্গু দমন নিয়ে অসন্তোষ হাইকোর্ট
পরবর্তী নিবন্ধরাঙ্গামাটিতে সন্ত্রাসীদের সঙ্গে গুলিবিনিময়ে সেনাসদস্য নিহত