বিনোদন ডেস্ক : সত্তর দশকের শেষের দিকে থিয়েটারের মধ্য দিয়ে অভিনয় ক্যারিয়ার শুরু করেন গুণী অভিনয়শিল্পী আজিজুল হাকিম। পরে নাম লেখান টিভি নাটক ও চলচ্চিত্রে। বেশ আগে দায়বদ্ধতার জায়গা থেকে নাটক পরিচালনায় আসেন। ২০১৯ সালে সর্বশেষ ‘নীল কিনন’ শিরোনামে নাটক নির্মাণ করেন এই শিল্পী।
দীর্ঘ বিরতির পর ফের নির্মাণ করলেন একক নাটক ‘বাক্স’। পরিচালনার ক্ষেত্রে সমাজের অসামঞ্জস্য বিষয়গুলো নাটকের পটভূমি হিসেবে বেছে নেন আজিজুল হাকিম। এবারো তার ব্যত্যয় ঘটেনি। ‘বাক্স’ নাটকেও তুলে ধরেছেন সমাজের উচ্চবিত্ত মানুষের নানা সংকট।
নাটকটির গল্প নিয়ে আজিজুল হাকিম বলেন, ‘সামাজিক বার্তা থাকে, এমন গল্প নিয়ে সবসময় কাজ করি। এবারো আমাদের চারপাশে অভিজাত পরিবারগুলোর মধ্য থেকেই গল্পটি লেখা হয়েছে। টাকা, ডলার ও গহনার বাক্স নিয়ে নাটকের গল্প। বাক্সকে ঘিরেই উচ্চবিত্ত পরিবারের জীবনবোধে পরিবর্তন আসে।’
নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন—ডলি জহুর, আল মামুন, শহীদুজ্জামান সেলিম, অহনা রহমান, রাশেদ সীমান্ত প্রমুখ। মইনুল খানের লেখা নাটকটি ঈদের আগের দিন বেলা ৩টা ১৫ মিনিটে এনটিভিতে প্রচার হবে। নাটকটি পরিচালনায় সার্বিক সহযোগিতা করেছেন জিনাত হাকিম।