পপুলার২৪নিউজ প্রতিবেদক :
ভারতের দিল্লিতে Queens XI আয়োজিত নারীদের টি২০ ক্রিকেট টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হয়েছে রূপালী ব্যাংক নারী ক্রিকেট টীম। গত ৬-৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত টুর্নামেন্টে স্বাগতিক ভারত, নেপাল ও বাংলাদেশের আটটি দল অংশগ্রহন করে। টুর্নামেন্টে রূপালী ব্যাংক নারী ক্রিকেট দল বাংলাদেশের প্রতিনিধিত্ব করে। প্রতিযোগিতায় নিজেদের সবগুলো ম্যাচে জয়ী হয়ে রূপালী ব্যাংক নারী ক্রিকেট দল অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে। বিজয়ী দল হিসেবে রূপালী ব্যাংক নারী ক্রিকেট দল চ্যাম্পিয়নস ট্রফির পাশাপাশি ১ লাখ রূপিও পুরস্কার লাভ করেন। রূপালী ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. জাহাঙ্গীর আলম অন্যান্যদের মধ্যে মাঠে উপস্থিত ছিলেন।