দিরাই সড়কে বেইলী ব্রিজ ভেঙ্গে পড়ার ৫দিন অতিবাহিত : লক্ষাধিক মানুষের ভোগান্তি

নুর উদ্দিন, ছাতক (সুনামগঞ্জ)প্রতিনিধি,পপুলার২৪নিউজ:

সুনামগঞ্জের দিরাই-মদনপুর সড়কের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার দরগাপুর মাদ্রাসার নিকটে বেইলী ব্রিজটি ভেঙ্গে পড়ায় ভোগান্তিতে পড়েছে দিরাই ,শাল্লা ও দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার লক্ষাধিক লোক। বেইলী ব্রিজ ভেঙ্গে পড়ার ৫দিন অতিবাহিত হলেও সওজ বিভাগ এ সড়কে যোগাযোগ স্থাপন করতে পারেনি।
বেইলী ব্রিজ ভেঙ্গে যোগাযোগ বিচ্ছিন্নের সুযোগে মালামাল পারাপার করতে এক শ্রেণীর লোক হাতিয়ে নিচ্ছে বিপুল পরিমান টাকা। চরম দুর্ভোগে পড়েছেন প্রতিদিন রোগীসহ হাজার হাজার যাত্রী। তাছাড়া রাস্তার দু পাশে বাস, সিএনজি, লেগুনা,অটোরিকসা, ট্রাকসহ শতশত গাড়ি আটকা পড়ে আছে। এদিকে যোগাযোগ সচল না হওয়ায় নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি পেয়েছে দিরাই-শাল্লায়। গত বুধবার সকালে মালবাহী একটি ট্রাক পাড় হওয়ার সময় বেইলী ব্রিজের স্টাকচারের সাথে ধাক্কা লেগে ব্রিজটি ভেঙ্গে পড়ে।

পূর্ববর্তী নিবন্ধছাতকে দু’প্রবাসীর পৈত্রিক সম্পত্তি আত্মসাৎ
পরবর্তী নিবন্ধজাতীয় দলে সাইফ উদ্দিনের অভিষেক