দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে সপ্তাহজুড়ে শীত ও কুয়াশার দাপটের মধ্যে আলু ক্ষেত আর বোরো ধানের বীজতলা নিয়ে চিন্তিত হয়ে পড়েছে কৃষক।
দিনাজপুর আবহাওয়া কার্যালয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফাজ্জল হোসেন বুধবার সকালে বলেন, সপ্তাহজুড়ে জেলার সর্বনিম্ন তাপমাত্র ১০ ডিগ্রি থেকে ১১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে উঠানামা করেছে। বুধবার সকাল ৯টায় দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে নেমে এসেছে।
তিনি বলেন, এটিই আজকে দেশের সর্বনিম্ন তাপমাত্রা। শৈত্য প্রবাহে বাতাসের গতি ঘণ্টায় চার থেকে পাঁচ কিলোমিটার বেগে বইছে।
এদিকে তীব্র কুয়াশার কারণে আলু ক্ষেত এবং বোরো বীজতলা নিয়ে চিন্তিত হয়ে পড়েছেন অনেক কৃষক। বিরল উপজেলার রাণীপুকুর ইউনিয়নের ঝিনাইকুড়ি গ্রামের কৃষক শিপন সরেন বলেন, ভোরে প্রচ- কুয়াশা হয়। অনেক বেলা করে সূর্যের দেখা মিলে। কুয়াশা যদি এভাবে চলতে থাকে তাহলে বীজতলার ক্ষতি হবে। সেটা নিয়েই চিন্তায় আছি। এখন বীজতলা নষ্ট হলে আর করা যাবে না।
একই এলাকার আলুচাষি সমীর সরকার জানান, তিনি দুই বিঘা জমিতে আলু চাষ করেছেন। কিন্তু প্রচ- শীত আর কুয়াশার কারণে এখন ফলন নিয়ে তিনি শঙ্কিত।
তবে জেলা কৃষি কর্মকর্তা প্রদীপ গুহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শীত ও কুয়াশার দাপট থাকলেও প্রতিদিনই যদি বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সূর্যের দেখা মিলে তাহলে আলু ক্ষেত বা বীজতলার কোনো ক্ষতির সম্ভাবনা নেই।
তবে যদি একনাগাড়ে কয়েকদিন সূর্য না উঠে তাহলে ক্ষতি পারে। সূর্য উঠার আগ পর্যন্ত বীজতলা প্লাস্টিক দিয়ে ঢেকে রাখার পরামর্শ দেন এই কৃষি কর্মকর্তা।
তিনি আরও জানান, এ বছর দিনাজপুর জেলায় ৪৮ হাজার ৫৯০ হেক্টর জমিতে আলু চাষ এবং এক লাখ ৭৫ হাজার হেক্টর জমিতে ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। প্রতিদিনই বিকাল ৫টার পর থেকে শীতের দাপট শুরু হয় এবং তা পরদিন বেলা ১১টা পর্যন্ত অব্যাহত থাকে। উত্তরের হিমেল হাওয়া আর কুয়াশার কারণে রাস্তায় যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে হচ্ছে।