দিনাজপুরে শিক্ষক-শিক্ষার্থীদের সড়ক অবরোধ

দিনাজপুর প্রতিনিধি,পপুলার২৪নিউজ:
সড়ক দুর্ঘটনার শিকার শিক্ষাপ্রতিষ্ঠানের কর্মচারী নিহত, একজন শিক্ষক আহত হওয়ার ঘটনার প্রতিবাদে এবং তিনটি স্পিড ব্রেকার নির্মাণের দাবিতে দিনাজপুরে মানববন্ধন কর্মসূচি পালন করেছে শিক্ষক-শিক্ষার্থীসহ এলাকাবাসী। আজ সোমবার সকাল ১১ টায় পঞ্চগড়-রংপুর মহাসড়কের নশিপুর এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচি চলাকালে মহাসড়ক অবরোধ করে যানবাহন চলাচল অচল করে দেওয়া হয়। পুলিশ অবরোধকারীদের সরিয়ে দিলে আধাঘণ্টা পর যানচলাচল স্বাভাবিক অবস্থায় ফিরে আসে।

জানা গেছে, গত ২৫ ফেব্রুয়ারি সকালে একই স্থানে যাত্রীবাহী বাসচাপায় নশিপুর হাই স্কুল অ্যান্ড কলেজের অফিস সহকারী রফিকুল ইসলাম নিহত এবং বাম পা হারান সহকারী শিক্ষক মজিবর রহমান। ওই দুর্ঘটনায় জড়িত বাসচালকের শাস্তি ও মহাসড়কের ওই এলাকায় তিনটি স্পিড ব্রেকার (গতিরোধক) নির্মাণসহ নশিপুর ও খোসালপুর এলাকায় নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে শিক্ষক-শিক্ষার্থীসহ এলাকাবাসী।

পূর্ববর্তী নিবন্ধনেপালে পরপর দু’বার ভূমিকম্প
পরবর্তী নিবন্ধকে এই মাহারশালা আলী?