দিনাজপুরে চাঁদাবাজির মামলায় দিনাজপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোস্তফা কামাল মুক্তি বাবুকে বুধবার সকালে গ্রেপ্তার করেছে পুলিশ। ৫০ হাজার টাকা চাঁদা দাবির অভিযোগে তার বিরুদ্ধে গতকাল মধ্যরাতে মামলা করেন গৌর চন্দ্র শীল নামে পৌরসভার প্রথম শ্রেণির একজন ঠিকাদার। সাত দিনের রিমান্ড আবেদনসহ বিকেল ৪টার দিকে তাকে আদালতে তুলে দেওয়া হয়েছে।
কোতোয়ালি থানার পরিদর্শক রেদওয়ানুর রহিম জানান, পৌরসভার সাধুরঘাট এলাকায় আরসিসি ড্রেন নির্মাণের ঠিকাদারির কাজ করছেন পৌরসভার প্রথম শ্রেণির ঠিকাদার গৌর চন্দ্র শীল। ব্যবসা ছাড়াও সংখ্যা লঘু সম্প্রদায়ের সংগঠন বাংলাদেশ-ভারত মৈত্রী সমিতির যুগ্ম সম্পাদক পদে রয়েছেন ওই ঠিকাদার। ৫০ হাজার টাকা চাঁদা দিতে অস্বীকার করায় তাকে জীবননাশের হুমকি দেওয়াসহ এক টন রড চুরিতে সহায়তা করেন ওই কাউন্সিলর বলে অভিযোগ করে তার বিরুদ্ধে মামলা করেন ওই ঠিকাদার। সাত দিনের রিমান্ড আবেদনসহ তাকে আদালতে সোপর্দ করেছেন তদন্ত কর্মকর্তা এসআই মিজানুর রহমান।