দারিদ্র ও ক্ষুধামুক্ত দেশ গড়েতে সমবায়ী মনোভাব পোষন করতে হবে: মানিক

নুর উদ্দিন ছাতক, সুনামগঞ্জ প্রতিনিধি,পপুলার২৪নিউজ:

ছাতক-দোয়ারা থেকে নির্বাচিত সংসদ সদস্য, পরিকল্পনা মন্ত্রনালয় ও সরকারী প্রতিষ্ঠান বিষয়ক মন্ত্রনালয়ের স্থায়ী কমিটির সদস্য মুহিবুর রহমান মানিক বলেছেন, একটি স্বনির্ভশীল ও সমৃদ্ধ জাতি গঠনে সমবায়ীরা মুখ্য ভুমিকা পালন করতে পারে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতা পরবর্তী যুদ্ধ বিধ্বস্থ বাংলাদেশকে সমবায়ের মাধ্যমে গড়ে তোলার চেষ্টা করেছিলেন। বিশ্বের উন্নত অনেক দেশই সমবায়ের মাধ্যমে নিজেদের অবস্থান সুদৃঢ করে নিয়েছে। দেশ ও সমাজের উন্নয়ন তখনই সম্ভব যখন সকালর মধ্যে সমবায়ী মনোভাব গড়ে উঠে। বর্তমান সরকার সমবায়ীদের সর্বোচ্চ গুরুত্ব দিয়ে যাচ্ছে। দারিদ্র ও ক্ষুধামুক্ত বাংলাদেশ গড়েতে সকলকে সমবায়ী মনোভাব পোষন করতে হবে। নৌ-পথে চাঁদাবাজীর সমালোচনা করে এমপি মানিক বলেন, বিভিন্ন সমিতি ও সংগঠনের নামে নৌ-পথে চলছে অবাদে চাঁদাবাজী। এসব অপশক্তি রোধ করতে সমবায়ীদের এক্যবদ্ধভাবে মোকাবেলা করতে হবে। গতকাল শনিবার সকালে ৪৬তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে ছাতক উপজেলা সমবায় অধিদপ্তর কর্তৃক আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন তিনি। এর আগে সমবায়ীদের নিয়ে আয়োজিত একটি বর্নাঢ্য র‌্যালীর নেতৃত্ব দেন এমপি মানিক। র‌্যালী শেষে উপজেলা চত্ত্বরে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে ৪৬তম জাতীয় সমবায় দিবসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাছির উল¬াহ খানের সভাপতিত্বে ও ইউআরসি কর্মকর্তা মোস্তফা আহসান হাবিবের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিন, সহকারী কমিশিনার(ভুমি) সোনিয়া সুলতানা, উপজেলা কৃষি কর্মকর্তা কেএম বদরুল হক, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মানিক চন্দ্র দাস, অধ্যক্ষ মঈন উদ্দিন আহমদ, মুক্তিযোদ্ধা কমান্ডার আনোয়ার রহমান তোতা মিয়া, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক সৈয়দ আহমদ। সভায় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা সমবায় কর্মকর্তা বিজিত রঞ্জন কর। বক্তব্য রাখেন, সমবায়ী ফজলে করিম লিলু, আব্দুস ছাত্তার, আব্দুল মোনায়েম, হাবিবুর রহমান কাজল, দিলবর আলী প্রমুখ। সমবায় দিবসের র‌্যালীতে উপজেলার ৬৫ টি বিভিন্ন সমবায় সমিতির ব্যানারে সমবায়ীরা অংশ নেন। সভা শেষে ৪শ’ সমবায়ীদের মাঝে ১টি করে কম্বল বিতরণ করেন এমপি মানিক। দুপুরে উপজেলা কৃষি অধিদপ্তর কর্তৃক আয়োজিত সরিষা বীজ ও সার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন এমপি মুহিবুর রহমান মানিক। উপজেলা কৃষি কর্মকর্তা কেএম বদরুল হকের সভাপতিত্বে ও উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আব্দুল হামিদের পরিচালনায় অনুষ্ঠিত সরিষা বীজ ও সার বিতরণী সভায় ৪শ’ ৩৫জন কৃষকের মাঝে ১কেজি করে সরিষা বীজ ও ১০ কেজি করে এমওপি ও ২০ কেজি করে ডিএপি সার বিনামুল্যে বিতরণ করা হয়। এসময় নির্ধারিত ১৮ হাজার ৭শ’ ৬৬ জন কৃষককে ৫কেজি করে ধান বীজ, ৩০ কেজি করে সার ও ১ হাজার করে টাকা বিতরণ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন তিনি। বিকেল উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যলয়ের উদ্যোগে ও উপজেলা তৃণমুল প্রতিবন্ধী পূনর্বাসন সংস্থার সহযোগিতায় ১শ’ ৫০ জন প্রতিবন্ধি নারী-পুরুষের মাঝে আনুষ্ঠানিকভাবে কম্বল, ঢেউটিন ও শুকনো খাবার বিতরণ করেন প্রধান অতিথি এমপি মানিক। প্রত্যেককে একটি করে কম্বল, ১ হাজার টাকা মুল্যের ১টি করে শুকনো খাবারের প্যাকেট ও ৩০ বান্ডিল ঢেউটি বিতরণ করা হয়। এসময় প্রকল্প বাস্তবায়ক কর্মকর্তা সহিদুজ্জমান ও উপসহকারী প্রকৌশলী গোলাম আম্বিয়া উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধরংপুর সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা
পরবর্তী নিবন্ধছাতকে যুব উন্নয়নের যুগ্ম সচিবকে ভূঁয়া প্রকল্প দেখিয়ে প্রতারনা