দাউদ ইব্রাহিমের অবস্থা সংকটাপন্ন

পপুলার২৪নিউজ ডেস্ক:
ভারতের আন্ডারওয়ার্ল্ডের মোস্ট ওয়ান্টেড ডন দাউদ ইব্রাহিম সংকটাপন্ন অবস্থায় পাকিস্তানের করাচির একটি হাসপাতালে ভর্তি হয়েছেন সংবাদ মাধ্যমের খবরে দাবি করা হয়েছে।

খবরে বলা হয়েছে, ৬১ বছর বয়সী দাউদ হৃদরোগে আক্রান্ত হয়েছে করাচির আগা খান হাসপাতালে ভর্তি হয়েছেন।

তবে দাউদের ঘনিষ্ঠ সহচর ছোটা শাকিল সংবাদ মাধ্যমের এসব খবর নাকচ করে দিয়েছেন। তার দাবি দাউদ পুরোপুরি সুস্থ র‌য়েছেন।

ভারতের এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ১৯৯৩ সালে মুম্বাইয়ে সিরিজ বিস্ফোরণ ঘটিয়ে ২৫৭ জনকে হত্যা এবং ৭০০ জনকে জখম করার জন্য অভিযুক্ত।

ধারণা করা হয়, পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের নির্দেশে মুম্বাই হামলায় অর্থায়ন করেছেন।

বহু বছর ধরে ভারত দাউদকে খুঁজে বের করার এবং আটক করার চেষ্টা করে যাচ্ছে। বলা হয়ে থাকে, তিনি দুবাই ও করাচি থেকে মুম্বাইয়ের আন্ডারওয়ার্ল্ড নিয়ন্ত্রণ করেন।

ভারতের দাবি, দাউদ ইব্রাহিম করাচির ক্লিফটন সড়কে থাকেন। গত বছর জাতিসংঘের একটি কমিটির কাছে দেয়া ডসিয়ারে এ কথা জানায় নয়াদিল্লি।

তবে পাকিস্তান বরাবরই দাউদের অবস্থানের কথা অস্বীকার করে আসছে।

পূর্ববর্তী নিবন্ধআ. লীগ ক্ষমতায় না থাকলে টাকা-পয়সা নিয়ে পালাতে হবে: কাদের
পরবর্তী নিবন্ধমুকসুদপুরে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার