দস্যু জাহাঙ্গীর বাহিনীর বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু

জেলা প্রতিনিধি,পপুলার২৪নিউজ:

21সুন্দরবনের অন্যতম বৃহৎ দস্যু বাহিনী হিসেবে পরিচিত জাহাঙ্গীর বাহিনীর আত্মসমর্পণ করা ২০ সদস্যের নামে দস্যুতা ও অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।

রোববার বিকালে বাগেরহাটের শরনখোলা থানায় র‌্যাব -৮ এর ডিএডি মো. দোলোয়ার হোসেন বাদী হয়ে দস্যুতা ও অস্ত্র আইনে এই মামালা দায়ের করেন।

দস্যুতা ও অস্ত্র আইনে দায়ের করা মামলায় আসামিদের মধ্যে রয়েছেন- বাগেরহাটের রামপাল উপজেলার শ্রীফলতলা এলাকার বনদস্যু জাহাঙ্গীর বাহিনীর প্রধান মো. জাহাঙ্গীর শিকারী (৩৮), একই থানার বড়কাটালী গ্রামের মো. শেখ ফরিদ (৩৮), শ্রীফলতলা গ্রামের মো. মারুফ শেখ (৪১), সাপমারী কাটাখালী এলাকার মো. আকরাম শেখ (৩৫), পেড়িখালী গ্রামের মো. মোস্তাহার শেখ (৫০), কাটাখালীর মো. মাফিকুল গাজী (৩৮), বড় কাটাখালী গ্রামের মো. কবির গাজী (৩২), শ্রীফলতলা গ্রামের মো. পলাশ হোসেন (৩৫), পার্শ্ববর্তী মংলা উপজেলার সিগন্যাল টাওয়ার এলাকার মো. এরশাদ খান (৩৫), গোড়াবুড়বুড়িয়ার মো. হারুন শেখ (৫৫), উলুবুনিয়া গ্রামের মো. আইয়ুব আলী শেখ(৫২), রামপালের আড়ুয়াডাগা গ্রামের মো. গাজী তরিকুল ইসলাম (৩৫), বড়দূর্গাপুর গ্রামের মো. কামারুল শেখ (২২), কাপাসডাগা গ্রামের মো. কামরুল হাসান (৩৮), বড়দূর্গাপুর গ্রামের মো. হায়দার শেখ (২৯), খুলনার রুপসা উপজেলার আলাইপুর গ্রামের মো. বাছের শিকদার(২৬) ও মো. ইজাজ মোল্লা (৪১), একই জেলার কয়রা উপজেলার মহেশ্বরীপুর গ্রামের মো. আবদুল হান্নান সরদার (২৩), যশোর জেলার শার্শা  উপজেলার রগুনাথপুর গ্রামের মো. মহাসিন মোড়ল (৩৯) এবং  সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার টেংরাখালী গ্রামের মো. ইয়াকুব সরদার(২৯)।

এর আগে দুপুরে বনদস্যু জাহাঙ্গীর বাহিনীর ২০ সদস্যকে ৩১টি আগ্নেয়াস্ত্র ও এক হাজার ৫০৭ রাউন্ড গুলিসহ শরনখোলা থানা পুলিশের কাছে হস্তান্তর করে র‌্যাব।

দুপুর সাড়ে ১২টায় দুপুরে বরিশালে র‌্যাব-৮ এর কার্যালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের কাছে বাহিনী প্রধান জাহাঙ্গীরসহ ২০ সদস্য ৩১টি আগ্নেয়াস্ত্র এক হাজার ৫০৭ রাউন্ড গোলাবারুদ জমা দিয়ে আত্মসমর্পণ করেন।

এ সময় র‌্যাব মহাপরিচালক বেনজীর আহমেদসহ আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জাহাঙ্গীর বাহিনী সুন্দরবনের সবচেয়ে বড় দস্যু বাহিনী হিসেবে পরিচিত। এ বাহিনীর দৌরাত্ম্যে সুন্দরবনের ওপর নির্ভরশীল কৃষক, জেলে ও ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে নির্যাতনের শিকার হয়ে আসছিলেন।

পূর্ববর্তী নিবন্ধদল ভারীর জন্য খারাপ লোকদের আনবেন না
পরবর্তী নিবন্ধদেনায় বন্ধ হচ্ছে গ্রিসের সর্বাধিক প্রচারিত পত্রিকা