পাকিস্তানের নির্বাচন কমিশন বা ইসিপি ক্ষমতাসীন দল পাকিস্তান মুসলিম লিগ-এনের প্রধানের পদ থেকে নওয়াজ শরিফকে সরিয়ে দেয়ার জন্য মঙ্গলবার নির্দেশ দিয়েছে। ইসিপির নির্দেশে বলা হয়েছে, পাকিস্তানের রাজনৈতিক দলবিধি ২০০২ অনুযায়ী অযোগ্য ঘোষিত ব্যক্তি কোনো রাজনৈতিক দলের প্রধানের দায়িত্ব পালন করতে পারেন না। পানামা পেপারস নিয়ে সুপ্রিমকোর্টের নির্দেশও এতে তুলে ধরা হয়েছে। এতে প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর জন্য নওয়াজের প্রতি নির্দেশ দেয়া হয়েছে।
এছাড়া পিএমএল-এনের গঠনতন্ত্রের ১৫ বিধিও তুলে ধরেছে ইসিপি। দলীয় সভাপতির পদ খালি হলে সাত দিনের মধ্যে তা পূরণ করার কথা এ বিধিতে বলা হয়েছে। পিএমএল-এনকে নতুন দলীয় প্রধান নির্বাচন করে তা ইসিপিকে অবহিত করার নির্দেশও দেয়া হয়েছে।
এ নির্দেশ পাওয়ার পর অর্থমন্ত্রী ইশাকদার এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী চৌধুরী নিশারসহ পিএমএল-এনের প্রবীণ নেতারা বৈঠকে বসেছেন। রাজধানী ইসলামাবাদ থেকে নিজ শহর লাহোরে যাওয়ার একদিন আগে এ নির্দেশ দিল ইসিপি। দুই দিনের ‘ঐতিহাসিক’ শোভাযাত্রা করে নওয়াজ লাহোর যাবেন বলে ঘোষণা করা হয়েছিল।
তবে নওয়াজ সুপ্রিমকোর্টের ওই রায়ের তীব্র সমালোচনা করেছেন। সোমবার তিনি বলেছেন, তাকে বিচারের আগেই অযোগ্য ঘোষণা করার সিদ্ধান্ত নেয়া হয়েছিল এবং এ জন্য একটি অজুহাত খোঁজা হচ্ছিল। পানামা পেপারস নিয়ে একটি চ্যানেলের সঙ্গে আলোচনার সময়ে এ কথা বলেন তিনি।