নুর উদ্দিন, ছাতক (সুনামগঞ্জ)প্রতিনিধি,পপুলার২৪নিউজ :
সুনামগঞ্জের ছাতকে দলিলের জাল জাবেদা নকল তৈরি করে জমি আত্মসাতের মামলায় আনিছ আলীকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
সুনামগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের (ছাতক) বিচারক বুধবার দুপুরে ৮জনের মধ্যে একজনের জামিনের আবেদন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মামলার বিবরণে জানা গেছে, ছাতকের দক্ষিণ খুরমা ইউনিয়নের হলদিউরা গ্রামের আনিছ আলীসহ ৮জন হলদিউরা মৌজার ১৯১ দাগের ৮শতক ভূমি আত্মসাতের জন্য ১৭৯৯/৬৯ নম্বর দলিলের জাল জাবেদা নকল তৈরি করে নামজারী ও জমা খারিজ মোকদ্দমা ১৪১৬/১৩-১৪ (ছাতক) এর মাধ্যমে তাদের নামে নামজারী করে নতুন খতিয়ান ১২৪ তৈরী করে। ওই দলিলে বিক্রেতা হিসেবে হলদিউর গ্রামের মৃত সিদ্দেক আলী প্রকাশিত মিলিক আলীকে দাতা হিসেবে দেখানো হয়। গ্রহীতা হিসেবে দেখানো হয় আনিছ আলীর পিতা মাফিজ আলীকে।
প্রকৃত পক্ষে দলিলের জাল জাবেদা নকলে উল্লেখ করা হলদিউরা মৌজার জেএল নং ৩০৬ এর ৫৯ খতিয়ানের ১৯১ দাগের ৮শতক ভূমির মৌরশীস্বত্বে মালিক মৃত সিদ্দেক আলী পুত্র আব্দুল রজাক গংরা।
দলিলের জাল জাবেদা নকল দিয়ে নামজারীর বিষয়টি জানতে পেরে আব্দুল রজাক ২০১৭ সালের ২০ ফেব্রুয়ারি সুনামগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মৃত মাফিজ আলীর পুত্র আনিছ আলী, আপ্তাব আলী, ইন্তাজ আলী, কন্যা বানেছ, গোলেছা, নুরেছা, মৃত মাফিজ আলীর পুত্রবধু নেহার বেগম, রাফিয়া বেগমের নাম উল্লেখ করে ৪৬৭, ৪৬৮ ও ৪৭১ ধারায় সিআর ৫৯/১৭ মামলা দায়ের করেন।
আদালত মামলাটি গ্রহণ করে তদন্তপূর্বক আদালতে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন ছাতক থানাকে। আদালতের নির্দেশে গত ২৩ এপ্রিল তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল করেন তদন্ত কর্মকর্তা। এতে দলিলের জাবেদা নকল জালিয়াতি করে নামজারীর বিষয়টি ধরা পড়ে। পেনাল কোডের ৪৬৭/৪৬৮/৪৭১/৪২০ ধারা মতে শাস্তিযোগ্য অপরাধের প্রতিবেদন পাওয়ার পর আসামিদের বিরুদ্ধে সমন জারি করেন আদালত। বুধবার সকল আসামি আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে আদালত আনিছ আলীর জামিন আবেদন না মঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।
মামলার বাদী আব্দুল রজাক বলেন, এ ভূমিটি মৌরশীস্বত্বে মালিকানায় ভোগ দখল করিয়া আসিতেছেন। আনিছ আলী একজন চিহিৃত ভূমি দস্যু।