পপুলার২৪নিউজ ডেস্ক:
আবারও আসা যাওয়ার মিছিলে বাংলাদেশের ব্যাটসম্যানরা। রোববার তৃতীয় দিনের ব্যাটিংয়ে নেমেই সাজঘরে ফিরে গেছেন ওপেনার সৌম্য সরকার ও মুমিনুল হক।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ৩৯ রান। ইমরুল কায়েস ১৫ এবং মুশফিকুর রহিম ৫ রান নিয়ে ব্যাট করছেন।
আগের দিনের বিনা উইকেটে ৭ রান নিয়ে ব্যাট করতে নামেন দুই ওপেনার সৌম্য সরকার ও ইমরুল কায়েস।
আগের দিনের ৭ রানের সঙ্গে মাত্র ৬ রান যোগ হওয়ার পরই ওপেনিং জুটি ভেঙে যায়।
মাত্র ৩ রান করে কাঙ্গিসো রাবাদার বলে স্লিপে ফাফ ডু প্লেসিসের হাতে ধরা পড়েন সৌম্য সরকার।
ব্যর্থতার বৃত্ত থেকে যেন বের হতেই পারছেন না সৌম্য। প্রথম ইনিংসেও মাত্র ৯ রান করে আউট হয়েছিলেন এই বামহাতি ওপেনার।
প্রথম টেস্টের প্রথম ইনিংসে দুর্দান্ত খেলা মুমিনুল হকও ব্যর্থ। দ্বিতীয় ইনিংসে মাত্র ১১ রান করে মহারাজের হাতে ধরা পড়েন তিনি। আবারও বোলার রাবাদা।
এর আগে স্বাগতিকদের করা চার উইকেটে ৫৭৩ রানের বিশাল সংগ্রহের জবাবে ব্যাট করতে নেমে দলীয় ৬৫ রানে দলের টপঅর্ডারের ছয় ব্যাটসম্যান আউট হয়ে যায়।
পরে লিটন দাস একাই ক্রিজে লড়াই করে যান। কিন্তু ব্যক্তিগত ৭০ রান করা লিটন দাস দলীয় ১৪৩ রানের মাথায় আউট হওয়ার পর আর কেউ উইকেটে টিকে থাকতে পারেনি।
ইনিংসের ৪২.৫ ওভারে ১৪৭ রানে অলআউট হয় মুশফিকবাহিনী। যথারীতি ফলোঅনের লজ্জায় পড়ে টাইগাররা।
দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ফলোঅনে ব্যাট করতে পাঠায় বাংলাদেশকে। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে বিনা উইকেটে ৭ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শেষ করে বাংলাদেশ।