পপুলার২৪নিউজ ডেস্ক:
দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়ার লোডিয়ামে ভারতীয় নাগরিকের গুলিতে বাংলাদেশি ব্যবসায়ী নিহত হয়েছেন। ২২ সেপ্টেম্বর বিকেল ৫টার দিকে ভারতীয় অধ্যুষিত এলাকাটিতে এ ঘটনা ঘটে।
জানা গেছে, গাড়ি পার্কিং নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে ভারতীয় নাগরিক বাংলাদেশি ব্যবসায়ীকে লক্ষ্য করে চার রাউন্ড গুলি ছোড়ে।গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। পরবর্তীতে স্থানীয়দের সহযোগিতায় হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় পুলিশ স্টেশনে ওই ভারতীয় নাগরিক আত্মসমর্পণ করলে আত্মরক্ষাতে গুলি চালিয়েছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানতে পেরেছে পুলিশ। নিহত আজাদ মিয়াজ দেশের বাড়ি নারায়ণগঞ্জ।
এর আগে, দক্ষিণ আফ্রিকার পুমালাঙ্গা প্রদেশের এয়ারমেলো নামক এলাকায় মালাউই কর্মচারীর হাতে খুন হন বাংলাদেশি দোকান মালিক মো. রিপন (৩৮)।
ব্যবসায়ীরা ধারণা করছে, গভীর রাতে দোকানে ঘুমন্ত অবস্থায় রিপনকে তার কর্মচারী মালাউই নাগরিক ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে নগদ টাকা-পয়সা নিয়ে পালিয়ে যায়।
রিপনের দোকানে কাজ করত পূর্ব পরিচিত আরও এক মালাউই নাগরিক। আরেকজন মালাউই নাগরিক ঘুরতে আসে। ওই দুইজনের যোগসাজশে রিপনকে ঘুমন্ত অবস্থায় খুন করে।