ত্রিপুরার মুখ্যমন্ত্রীর বাসভবন ঘেরাও করল বিজেপি

 পপুলার২৪নিউজ ডেস্ক:

ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রীর বাসভবন ঘেরাও করেছে ত্রিপুরা প্রদেশ বিজেপি। আজ মঙ্গলবার স্থানীয় সময় সকাল সাড়ে ৬টার দিকে মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবনের সামনে অবরোধ কর্মসূচিতে যোগ দেন বিজেপির কর্মী-সমর্থকরা। বিজেপির ত্রিপুরা রাজ্যের দায়িত্বপ্রাপ্ত নেতা সুনীল দেওধর মুখ্যমন্ত্রী মানিক সরকারকে ঘেরাও করার ঘোষণা দেওয়ার ২৪ ঘণ্টার মধ্যে দলের কর্মী-সমর্থকরা মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবনের সামনের চার দিকের রাস্তা অবরোধ করেন।

মুখ্যমন্ত্রীর বাসভবন ঘেরাওয়ের কর্মসূচির খবর পেয়ে পুলিশের গোয়েন্দা শাখা বাসভবনের সামনের চার দিকের রাস্তায় ব্যারিকেড দেয়। রাস্তাটি দিয়ে সাধারণ মানুষের চলাচল নিষিদ্ধ করে দেওয়া হয়। মঙ্গলবার সকালে মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে চলে আসেন পশ্চিম জেলার ডিএম মিলিন্দ রামটেক, সদর মহকুমার এসডিএম সমিত রায় চৌধুরী, ত্রিপুরা পুলিশের ডিআইজি অরিন্দম নাথ, পশ্চিম জেলার অ্যাডিশনাল এসপি শর্মিষ্ঠা চক্রবর্তীসহ পুলিশ ও আধা সামরিক বাহিনীর প্রচুর সংখ্যক জওয়ান।

যেকোন ধরনের অপ্রীতিকর অবস্থা এড়ানোর জন্য জলকামান, টিয়ার শেল মজুদ রেখেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তবে বিজেপিকর্মীরা শান্তিপূর্ণভাবে ব্যারিকেডের বাইরে অবস্থান করছেন। তাদের বক্তব্য রাজ্যবাসী দীর্ঘ আট দিনের বেশি সময় ধরে অবরুদ্ধ। মুখ্যমন্ত্রী যাতে অনুভব করতে পারেন অবরুদ্ধ অবস্থায় থাকতে কেমন লাগে তাই বিজেপি এই কর্মসূচি দিয়েছে।

পূর্ববর্তী নিবন্ধকাপ্তাইয়ে বন্য হাতির আক্রমণে নৌ সদস্য নিহত
পরবর্তী নিবন্ধযুক্তরাষ্ট্রে নিজেদের কমপ্লেক্স ফেরত চায় রাশিয়া