পপুলার২৪নিউজ ডেস্ক:
গত বছরের ২০ ডিসেম্বর পুত্র সন্তানের বাবা-মা হন সাইফ-কারিনা। এই দম্পত্তিকে অভিনন্দনের জোয়ার বইয়ে দেন পরিচিত, অপরিচিত, ভক্ত শুভাকাঙ্খীরা।
সাইফ-কারিনা তাদের সন্তানের নাম রাখেন তৈমুর। কিন্তু এরপরেই বাধে যত বিপত্তি। প্রশ্নবাণে জর্জরিত করা হয় তাদের।
প্রায় সকলের মুখে একটাই প্রশ্ন, কি মনে করে তুর্কি-মোঙ্গল শাসক তৈমুর লঙ্গের নামে ছেলের নামকরণ করলেন তারা?
নানা জনে নানান কথা বললেও এ নিয়ে চুপই ছিলেন এ দম্পত্তি। কিন্তু এবারে মুখ খুললেন সাইফ আলি খান।
মুম্বাইয়ের একটি সংবাদপত্রে সাক্ষাৎকারে সাইফ জানিয়েছেন, অনেকেই এ নিয়ে পর্দার আড়ালে থেকে নিজেদের ক্ষোভ উগরে দিয়েছেন। তারা যা খুশি তাই বলে চলেছেন। অনেক সময় তো বেশ জঘন্য কথাবার্তাও শোনা গেছে।
তবে সাইফের দাবি, ঘৃণা-ক্ষোভের মধ্যেও তৈমুরের জন্মের পর তাদের বার্তায় ভালবাসা পেয়েছেন।
তৈমুর নাম নিয়ে সাইফের দাবি, ‘মধ্যযুগীয় এই নাম নিয়ে অনেকেই আপত্তি জানিয়েছেন। তা সত্ত্বেও সে সিদ্ধান্ত যে একেবারেই ঠিক ছিল তা নিয়ে অনেকেই আমার সঙ্গে একমত।’
সাইফ জানান, ‘কারিনা আর আমার, দু’জনেরই তৈমুর নামের মানেটা বেশ পছন্দের। তুরস্কের শাসক তৈমুর লঙ্গের ঐতিহ্য সম্পর্কে জানা রয়েছে। তবে আমার ছেলের নামটা পার্সিয়ান, যার মানে লোহা।’
তিনি আরো বলেন, ‘মৃত বা জীবিত কোনো মানুষের সঙ্গে এর মিল খুঁজে পেলে তা এক অদ্ভুত মিল মাত্র।’