তৃতীয়বারের মতো টি-টেনের চ্যাম্পিয়ন ডেক্কান গ্ল্যাডিয়েটর্স

স্পোর্টস ডেস্ক :
দাপুটে জয়ে তৃতীয়বারের মতো টি-টেনের চ্যাম্পিয়ন ডেক্কান গ্ল্যাডিয়েটর্স
আবুধাবি টি-টেনের ফাইনালে মরিসভিলে স্যাম্প আর্মির বিপক্ষে দাপুটে জয়ে শিরোপা জিতে নিল ডেক্কান গ্ল্যাডিয়েটর্স। সোমবার আবুধাবিতে অনুষ্ঠিত ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে মরিসভিলে ৭ উইকেট হারিয়ে সংগ্রহ করে ১০৪ রান। সেই লক্ষ্য সহজেই পেরিয়ে যায় ডেক্কান, ম্যাচ জিতে নেয় ১৯ বল হাতে রেখে।

ডেক্কান গ্ল্যাডিয়েটর্স এবার রেকর্ড তৃতীয়বারের মতো টি-টেনের চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। ২০২১ এবং ২০২২ সালের আসরেও চ্যাম্পিয়ন ছিল তারা। শিরোপা জয়ের হিসাবে নর্দার্ন ওয়ারিয়র্সকে টপকে এককভাবে শীর্ষ অবস্থান নিশ্চিত করলো ডেক্কান।

টম কোহলার-ক্যাডমোর ২১ বলে ৫ চার ও ৪ ছয়ে ৫৬ রানে অপরাজিত থেকে ডেক্কানকে জয়ের বন্দরে নেন। নিকোলাস পুরান তার সঙ্গে ৫১ রানের জুটি গড়ে ফিরে যান। ১০ বলে ২৮ রান করেন তিনি।

ক্যাডমোরের সঙ্গে রাইলি রুসোর ৪৪ রানের জুটিতে জয়ের ভিত গড়ে তোলে ডেক্কান। ৬.৫ ওভারে ২ উইকেটে ১১০ রান করে দল।

মরিসভিলেকে একশর বেশি স্কোর এনে দিতে অবদান রাখেন ফাফ ডু প্লেসি। ৩৪ রান করেন তিনি। ২১ রান আসে আন্দ্রিয়েস গাউসের ব্যাটে।

রিচার্ড গ্লিসন ২ ওভারে ১৬ রান দিয়ে দুই উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধমিশর ভ্রমণের অভিজ্ঞতা জানালেন মেহজাবীন চৌধুরী
পরবর্তী নিবন্ধদুর্নীতির শীর্ষে পাসপোর্ট-বিআরটিএ-আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা