তৃতীয় সপ্তাহেও শো বেড়েছে ‘জংলি’ সিনেমার

বিনোদন ডেস্ক:
ঈদুল ফিতরে মুক্তি পেয়েছে সিয়াম আহমেদ অভিনীত সিনেমা ‘জংলি’। মুক্তির পর থেকে সিনেমাটি দর্শক হৃদয় বেশ ভালোভাবেই স্পর্শ করে। বেড়ে যায় এর দর্শক চাহিদা। হল মালিকরাও বাধ্য হয়ে হলসংখ্যা বাড়াচ্ছেন। মুক্তির তৃতীয় সপ্তাহে
এসে আরও বাড়ল শোয়ের সংখ্যা।

আজ শুক্রবার থেকে স্টার সিনেপ্লেক্সের সব শাখা মিলিয়ে সিনেমাটির ২১টি শো চলবে প্রতিদিন। এ ছাড়া যমুনা ব্লকবাস্টারে চার ও লায়ন সিনেমাসে তিনটি করে শো চলবে জংলি সিনেমার। দুটি সিনেপ্লেক্স কর্তৃপক্ষই এই তথ্য নিশ্চিত করেছে।

মুক্তির পর থেকে দর্শকপ্রিয় হয়ে ওঠে সিয়াম আহমেদ অভিনীত ‘জংলি’। সব শো হাউসফুল যাচ্ছিল। অনেকে টিকিট না পেয়ে হতাশা প্রকাশ করেছেন। দর্শকদের চাহিদা পূরণ করতে দ্বিতীয় সপ্তাহে জংলির শো বাড়িয়ে দ্বিগুণ করেছিল স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ। সেই ধারা অব্যাহত রয়েছে তৃতীয় সপ্তাহেও।

এদিকে সিনেমাটির আয়ের তথ্য প্রকাশ করলেন পরিচালক এম রাহিম। মুক্তির ১৬ দিনে ‘জংলি’ কত আয় করেছে সেই তথ্য দিয়েছেন সিনেমার পরিচালক। বুধবার (১৬ এপ্রিল) রাতে এক ফেসবুক স্ট্যাটাসে এই নির্মাতা জানিয়েছেন, জংলির গ্রস কালেকশন (টিকিট বিক্রি মূল্য) দুই কোটি ছয় লাখ টাকা।

সিনেমাটির আরও একটি চমকপ্রদ খবর হলো, আসছে ২৫ এপ্রিল থেকে বিদেশে মুক্তি পাচ্ছে ‘জংলি’। এ সিনেমায় সিয়াম আহমেদের সঙ্গে আরও অভিনয় করেছেন শবনম বুবলী, প্রার্থনা ফারদিন দীঘি, শিশুশিল্পী নৈঋতা প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধধর্মানুভূতিতে আঘাত, সানির সিনেমার বিরুদ্ধে থানায় অভিযোগ
পরবর্তী নিবন্ধভাটারায় প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র প্রদর্শন করা যুবক গ্রেফতার