পপুলার২৪নিউজ ডেস্ক:
তুষারঝড়ের কারণে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলের আজ মঙ্গলবারের বৈঠকটি আগামী শুক্রবার পর্যন্ত স্থগিত করা হয়েছে। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
ট্রাম্পের মুখপাত্র শন স্পাইসার গতকাল সোমবার সাংবাদিকদের বলেন, জার্মান চ্যান্সেলরের সঙ্গে কথা বলেছেন প্রেসিডেন্ট। খারাপ আবহাওয়ার কারণে তাঁরা তাঁদের মধ্যকার বৈঠকটি স্থগিত করতে রাজি হয়েছেন। নতুন সময়সূচি অনুযায়ী ১৭ মার্চ বৈঠকটি হবে।
পরে হোয়াইট হাউসের বিবৃতিতেও ট্রাম্প-ম্যার্কেলের বৈঠক স্থগিত হওয়ার কথা জানানো হয়েছে।
হোয়াইট হাউস জানিয়েছে, পারস্পরিক চ্যালেঞ্জ মোকাবিলায় এক হয়ে কাজ করার ক্ষেত্রে নিজেদের দৃঢ়সংকল্প পুনর্ব্যক্ত করতে চান প্রেসিডেন্ট ও চ্যান্সেলর।
অভিবাসন, জলবায়ুসহ বিভিন্ন বিষয়ে দুই নেতার মধ্যে যোজন-যোজন ব্যবধান রয়েছে। এমন প্রেক্ষাপটে ওভাল অফিসে ট্রাম্প ও ম্যার্কেলের মধ্যে বৈঠক হবে। বৈঠক শেষে দুই নেতা যৌথ সংবাদ সম্মেলনে আসবেন বলে আশা করা হচ্ছে।
ট্রাম্প-ম্যার্কেল বৈঠকের আগে যুক্তরাষ্ট্র ও জার্মানির মধ্যে সম্পর্ক জোরদার করার ওপর গুরুত্ব দিয়েছে হোয়াইট হাউস।
হোয়াইট হাউস বলেছে, ম্যার্কেলের ব্যাপক অভিজ্ঞতা থেকে জ্ঞান অর্জনের প্রত্যাশা করছেন ট্রাম্প।