তুর্কি গোয়েন্দাদের গুপ্তচরবৃত্তির ডিজিটাল যাদুঘর

চলতি মাসের শুরুতে ইস্তানবুলে সৌদি কনস্যুলেটে সাংবাদিক জামাল খাশোগিকে হত্যা করা হয়। তুরস্কের গোয়েন্দারা নিখুঁত তদন্তের মাধ্যমে তাকে হত্যার মূলহোতাদের নাম বের করে আনেন। সৌদি সরকার খাশোগিকে হত্যার ঘটনা ধামাচাপা দিতে চাইলেও পরবর্তীতে স্বীকার করতে বাধ্য হয়। দেশটি তাদের গোয়েন্দাদের গুপ্তচরবৃত্তির নিদর্শনগুলো নিয়ে একটি ডিজিটাল জাদুঘর উন্মুক্ত করেছে।

১৯৯৬ সালে ইউরোপে তুরস্কের দূতাবাস ভবন সংস্কারের সময় কর্মকর্তারা খেয়াল করলেন যে একটি ইটের রং অন্যগুলোর চেয়ে একেবারে আলাদা-দ্য হুররিয়াত ডেইলি নিউজ

১৯৯৬ সালে ইউরোপে তুরস্কের দূতাবাস ভবন সংস্কারের সময় কর্মকর্তারা খেয়াল করলেন যে একটি ইটের রং অন্যগুলোর চেয়ে একেবারে আলাদা-দ্য হুররিয়াত ডেইলি নিউজ
তারা ওই ইট ভেঙে ফেলে রিমোট কন্ট্রোল নিয়ন্ত্রিত ব্যাটারিচালিত টেলিফোনের আড়িপাতার একটি যন্ত্র খুঁজে পায়। তারা ইটের আস্তরণ খুটিয়ে খুটিয়ে পরীক্ষা চালায়-দ্য হুররিয়াত ডেইলি নিউজ

তারা ওই ইট ভেঙে ফেলে রিমোট কন্ট্রোল নিয়ন্ত্রিত ব্যাটারিচালিত টেলিফোনের আড়িপাতার একটি যন্ত্র খুঁজে পায়। তারা ইটের আস্তরণ খুটিয়ে খুটিয়ে পরীক্ষা চালায়-দ্য হুররিয়াত ডেইলি নিউজ
তুরস্কের জাতীয় গোয়েন্দা সংস্থা বা এমআইটির রোবট টাইয়ের মধ্যে দেড় সেন্টিমিটারের একটি ক্যামেরা। ১৯৬৫ থেকে ১৯৮০ সাল পর্যন্ত তুরস্কের এজেন্টরা এটি ব্যবহার করেন-দ্য হুররিয়াত ডেইলি নিউজ

তুরস্কের জাতীয় গোয়েন্দা সংস্থা বা এমআইটির রোবট টাইয়ের মধ্যে দেড় সেন্টিমিটারের একটি ক্যামেরা। ১৯৬৫ থেকে ১৯৮০ সাল পর্যন্ত তুরস্কের এজেন্টরা এটি ব্যবহার করেন-দ্য হুররিয়াত ডেইলি নিউজ
রোবট টাইয়ের ভেতরে একটি তারও আছে। এই তারটি তুর্কি অ্যাজেন্টের শরীরের রেকর্ডার ও প্রেরণ-যন্ত্রের সঙ্গে গোপন ক্যামেরার সংযোগ তৈরি করেছে-দ্য হুররিয়াত ডেইলি নিউজ

রোবট টাইয়ের ভেতরে একটি তারও আছে। এই তারটি তুর্কি অ্যাজেন্টের শরীরের রেকর্ডার ও প্রেরণ-যন্ত্রের সঙ্গে গোপন ক্যামেরার সংযোগ তৈরি করেছে-দ্য হুররিয়াত ডেইলি নিউজ
এক গুপ্তচরের বাড়িতে গোপন ট্রান্সমিটারের সঙ্গে এই ওজন মাপার যন্ত্রটি পাওয়া গেছে। এমআইটির এক অভিযানে ওই গুপ্তচরকে গ্রেফতার করা হয়েছিল-দ্য হুররিয়াত ডেইলি নিউজ

এক গুপ্তচরের বাড়িতে গোপন ট্রান্সমিটারের সঙ্গে এই ওজন মাপার যন্ত্রটি পাওয়া গেছে। এমআইটির এক অভিযানে ওই গুপ্তচরকে গ্রেফতার করা হয়েছিল-দ্য হুররিয়াত ডেইলি নিউজ
তুরস্কের বিরুদ্ধে কাজ করা এক গুপ্তচরের জুতা-দ্য হুররিয়াত ডেইলি নিউজ

তুরস্কের বিরুদ্ধে কাজ করা এক গুপ্তচরের জুতা-দ্য হুররিয়াত ডেইলি নিউজ
জুতার গোড়ালিতে বিশেষ একটা অংশ রয়েছে-দ্য হুররিয়াত ডেইলি নিউজ

জুতার গোড়ালিতে বিশেষ একটা অংশ রয়েছে-দ্য হুররিয়াত ডেইলি নিউজ
জুতার গোড়ালির ওই বিশেষ অংশে মাইক্রোফোন বসানো, যেটি দিয়ে পার্শ্ববর্তী আলাপ-আলোচনার লাইভ সম্প্রচার করা যায়-দ্য হুররিয়াত ডেইলি নিউজ

জুতার গোড়ালির ওই বিশেষ অংশে মাইক্রোফোন বসানো, যেটি দিয়ে পার্শ্ববর্তী আলাপ-আলোচনার লাইভ সম্প্রচার করা যায়-দ্য হুররিয়াত ডেইলি নিউজ
এই ব্রিফকেসটির দিয়ে গোপনে নথির ছবি তোলা যায়-দ্য হুররিয়াত ডেইলি নিউজ

এই ব্রিফকেসটির দিয়ে গোপনে নথির ছবি তোলা যায়-দ্য হুররিয়াত ডেইলি নিউজ
ব্রিফকেসটির ক্যামেরা ও আলোক যন্ত্র। বলা যায়, এটি এক ধরনের বহনযোগ্য ফটো স্টুডিওর মতো-দ্য হুররিয়াত ডেইলি নিউজ

ব্রিফকেসটির ক্যামেরা ও আলোক যন্ত্র। বলা যায়, এটি এক ধরনের বহনযোগ্য ফটো স্টুডিওর মতো-দ্য হুররিয়াত ডেইলি নিউজ
প্রথম দৃষ্টিতে এটি একটি সাধারণ সিগারেটের প্যাকেট বলে মনে হবে-দ্য হুররিয়াত ডেইলি নিউজ

প্রথম দৃষ্টিতে এটি একটি সাধারণ সিগারেটের প্যাকেট বলে মনে হবে-দ্য হুররিয়াত ডেইলি নিউজ
কিন্তু আসলে এটি টেলিফোনে আড়িপাতার যন্ত্র-দ্য হুররিয়াত ডেইলি নিউজ

কিন্তু আসলে এটি টেলিফোনে আড়িপাতার যন্ত্র-দ্য হুররিয়াত ডেইলি নিউজ
পূর্ববর্তী নিবন্ধঅর্জুন-মালাইকা প্রেমের  ইঙ্গিত করণেরও 
পরবর্তী নিবন্ধওজিলকে কী বললেল রণবীর?