পপুলার২৪নিউজ ,জেলা প্রতিনিধি:
গাজীপুরের টঙ্গীতে তুরাগ নদীতে পিকনিকের ট্রলারের সঙ্গে সংঘর্ষে একটি খেয়া নৌকাডুবির ঘটনা ঘটেছে। এ সময় কিছু যাত্রী সাঁতরে পাড়ে উঠতে পারলেও অনেকেই নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।
শনিবার রাতে এ নৌডুবির ঘটনা ঘটেছে। এরপর থেকে নিখোঁজদের সন্ধানে টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরি দল কাজ করছে।
টঙ্গী ফায়ার স্টেশনের স্টেশন অফিসার খান মো. এহসান-উল আলম জানান, রাত সোয়া ৮টার দিকে টঙ্গীর মাউসাইটঘাট থেকে যাত্রী তুলে পাগারঘাটে যাচ্ছিল খেয়া নৌকাটি।
পথে তুরাগ নদীর মাঝখানে পৌঁছালে পিকনিকের একটি ট্রলারের সঙ্গে সংঘর্ষ হয়। এতে খেয়া নৌকাটি যাত্রীসহ পানিতে তলিয়ে যায়। কিছু যাত্রী সাঁতরে পাড়ে উঠতে পারলেও অনেকে নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।
তবে নিখোঁজের প্রকৃত সংখ্যা কত তা জানা যায়নি।
টঙ্গী ফায়ার স্টেশনের তিন ডুবুরি নিখোঁজদের সন্ধানে রাতে তুরাগ নদীতে উদ্ধারকাজ চালান। তবে নদীর স্রোত বেশি থাকায় উদ্ধারকাজ করতে বেগ পেতে হচ্ছে।
নদী থেকে নৌকার যাত্রী এক পোশাক শ্রমিক জানান, রনি নামে তার এক সহকর্মীর সন্ধান পাওয়া যাচ্ছে না।
তবে আরও কতজন নিখোঁজ রয়েছেন কিংবা আদৌ কেউ নিখোঁজ রয়েছেন কিনা তা অন্ধকারের মধ্যে তাৎক্ষণিকভাবে নির্ণয় সম্ভব হয়নি।