তিনমাসের মধ্যে সর্বোচ্চ রেমিট্যান্স এলো নভেম্বরে

নিজস্ব প্রতিবেদক:

দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স আসা নিয়ে অস্থিরতা চলছে। যার প্রভাব পড়েছে রিজার্ভে। এরমধ্যে আশার কথা হলো অক্টোবর মাস থেকে নভেম্বর মাসে রেমিট্যান্স এসেছে কিছুটা বেশি। সদ্যবিদায়ী নভেম্বর মাসে ১৫৯ কোটি ৪৭ লাখ ডলার রেমিট্যান্স এসেছে। বাংলাদেশি মুদ্রায় যা (প্রতি ডলার ১০৭ টাকা ধরে) ১৭ হাজার ৬৩ কোটি টাকার বেশি।

বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, চলতি ২০২২-২৩ অর্থবছরের নভেম্বরে ১৫৯ কোটি ৪৭ লাখ ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। এর আগের মাস অক্টোবরে এসেছিল ১৫২ কোটি ৫৪ লাখ ডলার। তবে অক্টোবর অপেক্ষা নভেম্বর ৬ কোটি ৯৩ লাখ ডলার বেশি এসেছে। আর গত বছরের (২০২১ সাল) নভেম্বর থেকে ৪ কোটি ডলার বেশি এসেছে সদ্যবিদায়ী মাসে। গত বছরের নভেম্বর মাসে ১৫৫ কোটি ৩৭ লাখ ডলার রেমিট্যান্স এসেছিল।

পূর্ববর্তী নিবন্ধ১২ জনের করোনা শনাক্ত, মৃত্যু নেই
পরবর্তী নিবন্ধঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সম্মেলনকে সামনে রেখে দৌড়ঝাঁপ