তিন সন্তানকে হত্যায় মাকে ২৬ বছরের কারাদণ্ড

পপুলার২৪নিউজ ডেস্ক:
গর্ভজাত তিন সন্তানকে ইচ্ছাকৃতভাবে লেকের পানিতে ডুবিয়ে মারার ঘটনায় এক মাকে ২৬ বছর ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যের সুপ্রিম কোর্টের বিচারক লেক্স লাসরি এ রায় দেন।

ঘটনাটি ঘটে ২০১৫ সালে মেলবোর্নে উইন্ডহ্যাম ভ্যালির উপকণ্ঠের একটি গ্রামে। অভিযুক্ত মা একন গুডি তার চার সন্তানসহ একটি গাড়ি লেকের পানিতে চালিয়ে দেন।

এতে ঘটনাস্থলেই এক বছরের মিশু বোল এবং ৪ বছরের জমজ দুই শিশু হাঙ্গার এবং মাদিদ ডুবে মারা যান। সৌভাগ্যক্রমে অপর সন্তান ৬ বছর বয়সী আলাউলকে জীবন্ত উদ্ধার করা হয়।

আদালতের রায়ে বলা হয়, তার হত্যার উদ্দেশ্য পরিস্কার নয়। তবে তার প্রতি তার সন্তানদের বিশ্বাস ভঙ্গ ছিল ভয়ংকর বিপর্যয়কর।

এতে আরো বলা হয়, তার এ কাজটি ছিল প্রতিহিংসার পরিবর্তে হতাশার পরিণতি।

বিচারক তার পর্যবেক্ষণে আরও বলেন, গুডি শরনার্থী হিসেবে সুদান থেকে অস্ট্রেলিয়া এসেছিলেন। তিনি তার চোখের সামনে স্বামীকে হত্যা করা দেখেছেন। তিনি ছিলেন মানসিকভাবে হতাশাগ্রস্ত।

আদালত তাকে ২৬ বছর ৬ মাসের কারাদণ্ড দেন। এরমধ্যে ২০ বছরের আগে তাকে কোনোভাবেই প্যারোলে মুক্তি দেয়া যাবে না বলে নির্দেশনা রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধশুভশ্রীকে ফ্ল্যাট থেকে বের করে দিলেন রাজ!
পরবর্তী নিবন্ধএবার বাহুবলী-টু কে ছাড়িয়ে গেলো দঙ্গল