তিন শিক্ষাবিদকে জাতীয় অধ্যাপক হিসেবে নিয়োগ

ডেস্ক রিপোর্ট : জাতীয় অধ্যাপক পদে ৫ বছরের জন্য নিয়োগ দেয়া হয়েছে তিনজন বিশিষ্ট শিক্ষাবিদকে। নতুন নিয়োগপ্রাপ্ত তিন শিক্ষাবিদ হচ্ছেন প্রফেসর এমেরিটাস ও উপদেষ্টা বাংলা অধ্যয়ন কেন্দ্র ইউনির্ভাসিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ, অধ্যাপক ড. রফিকুল ইসলাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমেরিটাস অধ্যাপক ড. আনিসুজ্জামান ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েটে) সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের সাবেক অধ্যাপক ড. জামিলুর রেজা চৌধুরী।

মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয় থেকে জারী করা প্রজ্ঞাপনে এ নিয়োগের কথা জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, নিয়োগ পাওয়া জাতীয় অধ্যাপকরা ১৯৮১ সালের সিদ্ধান্ত বিধিমালা অনুযায়ী নিযুক্ত পদের বিপরীতে দায়িত্ব পালন করবেন এবং সম্মানী ও অন্যান্য সুবিধা ভোগ করবেন।

পূর্ববর্তী নিবন্ধযুদ্ধ-নির্যাতনে বিশ্বব্যাপী বেড়েছে বাস্তুচ্যুত মানুষ : জাতিসংঘ
পরবর্তী নিবন্ধঅস্ট্রেলিয়ার বিপক্ষে ৪৮১ রানের বিশ্ব রেকর্ড ইংল্যান্ডের