মেহের মামুন, সংবাদদাতা, মুকসুদপুর, গোপালগঞ্জ:
গোপালগঞ্জের মুকসুদপুর থানা পুলিশ জিআর গ্রেফতারী পরোয়ানা মূলে তিন বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী পিতা-পুত্রসহ বিভিন্ন মামলার ৫ আসামী গ্রেফতার করেছে।
মঙ্গলবার (২৪ জানুয়ারী) ঢাকার মিরপুর এবং মুকসুদপুর উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করে থানা পুলিশ। মুকসুদপুর থানার এস এই মোসলেম উদ্দীন সঙ্গীয় ফোর্স নিয়ে ঢাকার মিরপুর থেকে দীর্ঘ দিনের পলাতক মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত আসামী ফিরোজ আলী এবং তার পুত্র জিআর মামলার ২বছরের সাজাপ্রাপ্ত পলতাক আসামী জহির হককে গ্রেফতার করেন। গ্রেফতার কৃত আসামী পিতা পুত্রের বাড়ি উপজেলার বাটিকামারীতে।
মুকসুদপুর থানার ওসি মো: আবু বকর মিয়া জানান, জিআর গ্রেফতারী পরোয়ানা মূলে তিন বছরের সাজাপ্রাপ্ত আসামী ফিরোজ এবং তার ছেলে পৃথক জিআর মামলার দুই বছরের সাজাপ্রাপ্ত আসামী জহির হকসহ অন্যান্য গ্রেফতারী পরোয়ানা মূলে মোট ৫ জন আসামীকে গ্রেফতার করে গোপালগঞ্জ আদালতে সোপর্দ করা হয়েছে।