তারকা দম্পতিদের ভালোবাসার কিচেন

বিনোদন ডেস্ক:
ভালোবাসা দিবস উপলক্ষে মাছরাঙা টেলিভিশন একটি বিশেষ অনুষ্ঠান প্রচার করতে যাচ্ছে। এর নাম রাখা হয়েছে ‘ভালোবাসার কিচেন’। এই রান্নাঘরে তৈরি হবে নানা মজার রেসিপি। হবে তারকা দম্পতিদের সঙ্গে জম্পেশ আড্ডা। অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন জনপ্রিয় টিভি ব্যক্তিত্ব এফ এস নাঈম ও নাদিয়া দম্পতি।

এই সাত পর্বের বিশেষ অনুষ্ঠানে বিভিন্ন অঙ্গনের তারকা দম্পতিরা তাদের পছন্দের রেসিপি রান্না করে দেখাবেন। অনুষ্ঠানটি শুরু হবে ১৪ ফেব্রুয়ারি থেকে। প্রতিদিন সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে প্রচারিত হবে। প্রথম পর্বে উপস্থিত থাকবেন জনপ্রিয় অভিনেত্রী ও মডেল মাসুমা রহমান নাবিলা ও তার স্বামী জোবায়দুল হক রিম।

অনুষ্ঠানের পরবর্তী পর্বগুলোতে অংশ নেবেন আরও অনেক তারকা দম্পতি। সে তালিকায় আছেন শারমীন জোহা শশী ও তার স্বামী খালিদ হোসেন অভি, ফাতেমা তুজ জোহরা ও তার স্বামী সৌমিক আহমেদ, নাজিয়া হক অর্ষা ও তার স্বামী মোস্তাফিজুর নূর ইমরান, শিয়ানা শাহবা ও তার স্বামী সৌভিক আহমেদ, কায়নাত আহমেদ ও তার স্বামী অনম বিশ্বাস এবং সালহা খানম নাদিয়া ও তার স্বামী সালমান আরাফাত।

অনুষ্ঠানটি সম্পর্কে নাদিয়া বলেন, ‘এটি শুধু একটি রান্নার অনুষ্ঠান নয় বরং এখানে থাকবে দুজনের গল্প, খুনসুটি, শেয়ারিং এবং কেয়ারিংয়ের মতো সংসারজীবনের নানা বিষয়। গত বছরও আমরা একই চ্যানেলে অনুষ্ঠানটি করেছিলাম এবং দারুণ সাড়া পেয়েছিলাম। আশা করি, এবারও দর্শকরা এটি উপভোগ করবেন।’

জেড আই ফয়সাল প্রযোজিত এই অনুষ্ঠানটি দর্শকদের জন্য একটি আনন্দদায়ক এবং অন্তরঙ্গ অভিজ্ঞতা উপহার দিতে চলেছে।

পূর্ববর্তী নিবন্ধতিন পাকিস্তানিকে জরিমানা আইসিসির
পরবর্তী নিবন্ধ‘সিনেমা ইন্ডাস্ট্রি খুন করছেন আপনারা’, অর্থমন্ত্রীকে জয়া