স্পোর্টস ডেস্ক : চেন্নাইয়ে তামিলনাড়ু একাদশের বিপক্ষে বিসিবি একাদশ দুটি চারদিনের ও তিনটি ওয়ানডে ম্যাচ খেলবে। এই দুটি সিরিজের জন্য এক বিজ্ঞপ্তি দিয়ে বুধবার দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মোহাম্মদ মিঠুনের নেতৃত্বে তারা দেশ ছাড়বে ৯ অক্টোবর।
চেন্নাইয়ে পৌঁছে পরের দুই দিন অনুশীলন করবে বিসিবি একাদশ। ১২-১৫ অক্টোবর এম.এ. চিদাম্বারাম স্টেডিয়ামে হবে প্রথম চারদিনের ম্যাচ। তিন দিন বিরতি দিয়ে ১৯-২২ অক্টোবর একই ভেন্যুতে হবে দ্বিতীয় ম্যাচটি।
২৭, ২৯ ও ৩১ অক্টোবর হবে তিনটি ওয়ানডে। সবগুলো ম্যাচই চিদাম্বারাম স্টেডিয়ামে। ১ নভেম্বর দেশে ফিরবে দল।
চারদিনের ম্যাচের স্কোয়াড: মোহাম্মদ মিঠুন (অধিনায়ক), সাদমান ইসলাম, সাইফ হাসান, মাহমুদুল হাসান জয়, মুমিনুল হক, এনামুল হক বিজয়, তৌহিদ হৃদয়, জাকের আলী অনিক, নাঈম হাসান, তাইজুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, রেজাউর রহমান রাজা, মুকিদুল ইসলাম মুগ্ধ, মোহাম্মদ এনামুল হক।
ওয়ানডে স্কোয়াড: মোহাম্মদ মিঠুন (অধিনায়ক), সাইফ হাসান, এনামুল হক বিজয়, নাঈম শেখ, মাহমুদুল হাসান জয়, শামীম পাটোয়ারী, তৌহিদ হৃদয়, আকবর আলী, তানভীর ইসলাম, শেখ মেহেদী হাসান, মৃত্যুঞ্জয় চৌধুরী, রিপন মন্ডল, মুকিদুল ইসলাম মুগ্ধ, রিশাদ হোসেন, রেজাউর রহমান রাজা।