পপুলার২৪নিউজ ডেস্ক:
দক্ষিণ আফ্রিকায় বারবার ইনজুরি আঘাত হানছে বাংলাদেশ শিবিরে। ইনজুরির কারণে বেননীর উইলোমোর পার্কে প্রস্তুতি ম্যাচের দ্বিতীয় ইনিংসে গতকাল ব্যাটিং করতে পারেননি দুই ওপেনার তামিম ইকবাল ও সৌম্য সরকার। সিরিজের মূল লড়াইয়ে নামার আগে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে ও আত্মবিশ্বাস বাড়াতে প্রস্তুতি ম্যাচে অংশ নেয় বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকা আমন্ত্রণমূলক একাদশের বিপক্ষে বাংলাদেশের তিনদিনের প্রস্তুতি ম্যাচটি গতকাল ড্র হয়েছে।
প্রস্তুতি ম্যাচের প্রথম ইনিংসে ৫ রান করেই অবসরে গিয়েছিলেন তামিম। বাঁ পায়ের পেশীতে টান পড়েছে তার। গত শুক্রবার স্থানীয় হাসপাতালে তার পায়ের স্ক্যানও করা হয়েছে। গ্রেড-ওয়ান টিয়ার ধরা পড়েছে। সুস্থ হতে কমপক্ষে সাতদিন লাগবে। আগামী ২৮ সেপ্টেম্বর পচেফস্ট্রমে শুরু হতে চলা সিরিজের প্রথম টেস্টের আগে এ বাঁহাতি ওপেনার সুস্থ হতে পারবেন কিনা তা নিশ্চিত নয়। তবে জাতীয় দলের প্রধান নির্বাচক ও সফরে বাংলাদেশ দলের ম্যানেজার মিনহাজুল আবেদীন নান্নু গতকাল বলেছেন, ‘তামিমের উন্নতি হচ্ছে।’
তামিমের মতোই প্রস্তুতি ম্যাচের প্রথম ইনিংসে ৪৩ রান করা সৌম্য গতকাল দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করেননি। বাঁহাতি এ ওপেনারের ডান কাঁধে টান লেগেছে। মিনহাজুল আবেদীন নান্নু বলেছেন, ‘সৌম্যের ডান কাঁধের পেশী শক্ত হয়ে আছে। ওর এটা ইনজুরি নয়। তারপরও সতর্ক থাকতে আমরা তাকে বিশ্রামে রাখার সিদ্ধান্ত নিয়েছি।’