পপুলার২৪নিউজ প্রতিবেদক:
সারাদেশের তাপপ্রবাহ কমার আপাতত সম্ভাবনা নেই। অপেক্ষা করতে হবে বৃষ্টির জন্যেও । বিশেষ করে দেশের মধ্য ও দক্ষিণাঞ্চলে আগামী চারদিনেও তাপপ্রবাহের এ ধারা অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
তবে এসময় উত্তরাঞ্চলের কয়েকটি জেলার কিছু কিছু এলাকায় সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
এছাড়া ২৯ মে থেকে ঢাকা ও এর পাশ্ববর্তী জেলাগুলোসহ দক্ষিণাঞ্চলের কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছেন আবহাওয়াবিদ ওমর ফারুক।
তিনি জানান, তখন বৃষ্টি হলে তাপপ্রবাহ কিছুটা কমে আসবে।
বৃহস্পতিবার সকাল ৯টায় আবহাওয়ার সর্বশেষ বুলেটিনে বলা হয়- রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, চাঁদপুর, মাঈজদীকোর্ট, ফেনী, হাতিয়া ও কক্সবাজার অঞ্চলসহ ঢাকা, বরিশাল ও খুলনা বিভাগের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।
এছাড়া সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
তবে আগামী ৭২ ঘণ্টার মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
এছাড়া ২৭ ও ২৮ মে কিছু কিছু অঞ্চলে এবং ২৯ মে থেকে দেশের মধ্য ও দক্ষিণাঞ্চলে বৃষ্টি হতে পারে। তখন তাপপ্রবাহ কিছুটা কমে আসবে।
২৪ ঘণ্টার আবহাওয়ার সর্বশেষ বার্তায় বলা হয়, লঘুচাপের বর্ধিতাংশ বিহার ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে, যা উত্তর বঙ্গেপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।
এতে বলা হয়- রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ী দম্কা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
গতকাল সর্বোচ্চ তাপমাত্রা সাতক্ষীরা ও মংলায় ছিল ৩৭.৪ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ডিমলা ও রাজারহাটে ২৩ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া ঢাকায় তাপমাত্রা ছিল ৩৬.২ ডিগ্রি সেলসিয়াস।