পপুলার২৪নিউজ ডেস্ক:
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় তরুণীর ফাঁদে পড়ে রফিক উদ্দিন ঠাকুর নামে আওয়ামী লীগের এক নেতাকে অপহরণের অভিযোগ পাওয়া গেছে।
অপহৃত রফিক উদ্দিন ঠাকুর উপজেলায় আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান।
এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে হৃদয় (২৩) ও রফিক (২৪) নামে দুই যুবককে আটক করেছে পুলিশ।
সোমবার বিকাল সাড়ে পাঁচটার দিকে পৌরশহরের পুনিয়াউট এলাকা থেকে তাদের আটক করা হয়। তবে অপহৃত রফিককে মাত্র আড়াই ঘণ্টা পর একই এলাকা থেকে উদ্ধারের ঘটনা নিয়ে নানা কথা উঠছে। রাত ৯টা পযর্ন্ত এ ঘটনায় কোনো মামলা হয়নি।
রফিক উদ্দিন ঠাকুরের ব্যক্তিগত গাড়িচালক নাদিম ঠাকুর জানান, দুপুর ৩টার দিকে রফিককে নিয়ে তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলা সদরে আসেন। গাড়ি নিয়ে শহরের পৌরতলা রেলক্রসিং অতিক্রম করার পর রফিক একজনের ফোন কল পেয়ে গাড়ি থেকে নেমে তাকে দাঁড় করিয়ে পুনিয়াউটের একটি ‘স’ মিলের দিকে এগিয়ে যান।
এর দুই ঘণ্টা পর রফিক ফোন করে জানান তাকে অপহরণ করা হয়েছিল এখন তিনি ২নং শহর পুলিশ ফাঁড়িতে আছেন।
তবে রফিক উদ্দিন ঠাকুর জানান, আমি পৈরতলা যাওয়ার পর আমার সঙ্গে দেখা করার জন্য একজন ফোন করে সামনে দিকে এগোতে বলেন। আমি এগিয়ে পুনিয়াউট এলাকার একটি ‘স’ মিলের সামনে গেলে দু’জন লোক আমাকে জোরপূর্বক ‘স’ মিলের ভেতরে নিয়ে যায়। এসময় তারা এক তরুণীর সঙ্গে আমার অশ্লীল ছবি তোলার ভয় দেখিয়ে মুক্তিপণ হিসেবে তিন লাখ টাকা দাবি করেন।
তিনি আরও জানান, সোর্সের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আমাকে উদ্ধার করে। এসময় পুলিশ দুই অপহরণকারীকে আটক করলেও ওই তরুণীসহ বাকি তিন অপহরণকারী ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
এদিকে একটি সূত্র নিশ্চিত করেছে আ’লীগ নেতা রফিক উদ্দিন ঠাকুর এক তরুণী সঙ্গে দেখা করতে গেলে ওই তরুণীর ফাঁদে পড়ে। পরে পুলিশ তাকে ফাঁদ থেকে উদ্ধার করে।
তবে বিষয়টি সামাজিক মর্যাদার কারণে অপহরণ হিসাবে দেখানো হচ্ছে।
এ ব্যপারে সদর মডেল থানা পুলিশের ওসি মো. মঈনুর রহমান বলেন, রফিক উদ্দিন ঠাকুরকে থানায় লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে।