অবশেষে মুখ খুললেন বলিউড অভিনেতা নানা পাটেকার। শনিবার সাংবাদিকদের প্রশ্নের মুখে আত্মপক্ষ সমর্থন করলেন প্রবীণ অভিনেতা।
তার বিরুদ্ধে আনিত অভিনেত্রী তনুশ্রী দত্তের যৌন হয়রানির অভিযোগ মিথ্যা দাবি করেছেন নানা পাটেকার।
শনিবার জয়সলম থেকে ‘হাউসফুল-৪’ ছবির শুটিং শেষ করে ফিরছিলেন তিনি। তখনই মুম্বাই বিমানবন্দরে নানাকে ঘিরে ধরেন ভারতীয় সাংবাদিকরা।
সাংবাদিকদের প্রশ্নে নানা পাটেকার বলেন, ‘আগেই সব বলে দিয়েছি, মিথ্যা তো মিথ্যাই।’
সোমবার এক সংবাদ সম্মেলন করে সাংবাদিকদের সব কথা ফাঁস করবেন বলেও জানিয়েছেন নানা।
এদিকে তনুশ্রী দত্তের নানা পাটেকারের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ মিথ্যা দাবি করেছেন মহারাষ্ট্র নবনির্মাণ পার্টির প্রেসিডেন্ট সুমান্ত দাশ।
এ অভিনেত্রীর বিরুদ্ধে ৫০০ কোটি রুপির মানহানির মামলা করছেন তিনি।
তিনি জানিয়েছেন, ‘অভিযোগ প্রমাণ করতে না পারলে ক্ষমাও চাইতে হবে তাকে।’
তবে তনুশ্রীর পক্ষে ভারতের ন্যাশনাল কমিউনিটি ফর উইমেন কর্তৃপক্ষ উকিল নোটিশ পাঠিয়েছেন নানাকে।
সোমবার এসব কিছু নিয়েই সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন বলে জানিয়েছেন নানা পাটেকার।
প্রসঙ্গত, নানা পাটেকারের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ করে দেশজুড়ে ঝড় তুলেছেন তনুশ্রী দত্ত।
অভিনেত্রীর দাবি, ২০০৮ সালে ‘হর্ন ওকে প্লিজ’ ছবির সেটে তাকে যৌন হয়রানি করেছিলেন নানা।
এ ঘটনায় তনুশ্রীর পাশে দাঁড়িয়েছেন প্রিয়াংকা চোপড়া, আনুশকা শর্মা ও দীপিকা পাড়ুকোনের মতো নায়িকারা। বিষয়টি এড়িয়ে চলছেন অমিতাভ বচ্চন, সালমান খানের মতো ফিল্ম আইকনরা।