পপুলার২৪নিউজ ডেস্ক:
মডেল সোনিকা চৌহান মৃত্যুকাণ্ডের তদন্তে নয়া মোড় এনে দিল দুর্ঘটনাগ্রস্ত গাড়ির ফরেন্সিক রিপোর্ট। সোমবার ফরেন্সিক পরীক্ষার যে প্রাথমিক রিপোর্ট পুলিশের হাতে এসেছে তাতে দেখা গিয়েছে ওই গাড়ির কোনও যান্ত্রিক ত্রুটি ছিল না। গত ২৯ এপ্রিল ভোররাতে বিক্রমের গাড়ি দুর্ঘটনা হয়। এর পরে বিক্রমের পরিবারের পক্ষে দাবি করা হয়, গাড়িটির যান্ত্রিক ত্রুটি ছিল তাই ধাক্কা মারলেও এয়ার ব্যাগ খোলেনি। কিন্তু দেখা যাচ্ছে দুর্ঘটনাগ্রস্ত গাড়িতে কোনও যান্ত্রিক ত্রুটি ছিল না। বিক্রম বা সনিকার ভুলেই এয়ার ব্যাগ খোলেনি।
নিয়ম বলছে চালক বা তার পাশের আসনে বসা যাত্রীর কমপক্ষে এক জন সিট বেল্ট না বাঁধলে এয়ারব্যাগ খোলে না। অত বড় ধাক্কার পরও কেন এয়ার ব্যাগ খোলেনি সেই প্রশ্নের পাল্টা প্রশ্ন উঠেঠিল বিক্রম আর সোনিকার সিট বেল্ট বাঁধা ছিল কি? অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায় হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পরে সাংবাদিক সম্মেলনে বলেন, তিনি সিট বেল্ট বেঁধেছিলেন, কিন্তু সোনিকা বাঁধেনি। এখন প্রশ্ন উঠছে, বিক্রম সাংবাদিক সম্মেলনে সত্যি কথা বলেছিলেন কি? কারণ, তিনি সিট বেল্ট বাঁধলে ওই গাড়িতে থাকা পাঁচটি এয়ার ব্যাগের একটি না একটি অবশ্যই খুলে যেত। কিন্তু দেখা গিয়েছে গাড়ির কোনও এয়ার ব্যাগই খোলেনি।
সাংবাদিক সম্মেলন বিক্রম বিস্তারিত কোনও উত্তর না দিয়ে বলেন, পুলিশকে জানানোর আগে তিনি কিছু বলবেন না। কার্যত অনেক প্রশ্নের উত্তর না দিয়েই উঠে যান। যদিও সোমবার পর্যন্ত পুলিশের কাছে বয়ান দিতে যাননি বিক্রম। সাংবাদিক সম্মেলনে বিক্রম জানিয়েছিলেন তিনি সেই রাতে আদৌ মদ্যপান করেননি। কিন্তু পরে সিসিটিভি ফুটেজে তাঁর হাতে পানীয়র গ্লাস দেখা গিয়েছে। ওই আসরে থাকা অনেকেই ইতিমধ্যে বিক্রমকে মদ্যপান করতে দেখেছেন বলে জানিয়েছেন। এখন প্রশ্ন উঠছে সিট বেল্ট প্রসঙ্গেও কি নিজেকে আড়াল করতে চেয়েছেন বিক্রম?