ঢাবি ভিসির ওপর আক্রমণের শাস্তি দাবিতে মানববন্ধন

পপুলার২৪নিউজ প্রতিবেদক:

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভিসির ওপর আক্রমণ, ছাত্রীদের শারীরিক লাঞ্ছনা, বিশ্ববিদ্যালয়ের সম্পদ বিনষ্টকরণ, কর্মচারীদের মারধর ও শিক্ষার পরিবেশ বিনষ্টকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করছে একদল শিক্ষার্থী।

বৃহস্পতিবার বেলা সোয়া ১১টায় রাজু ভাস্কর্যে ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের সচেতন শিক্ষার্থীবৃন্দ’ ব্যানারে এ মানববন্ধন শুরু হয়।

তবে এ মানববন্ধনে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি আবিদ আল হাসান ও সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রিন্সসহ সংগঠনটির নেতাকর্মীদের দেখা গেছে।

মানববন্ধনের জমায়েত রাজু ভাস্কর্য ছাড়িয়ে শাহবাগ-কেন্দ্রীয় শহীদ মিনার-ভিসির বাস ভবন-দোয়েল চত্বরের দিকের সড়কে বিস্তৃত হয়েছে।

মানববন্ধনে উপস্থিত শিক্ষার্থীরা বাম ছাত্র সংগঠন সমর্থনে গড়ে ওঠা ‘নিপীড়নবিরোধী শিক্ষার্থীবৃন্দের’ আন্দোলনের সমালোচনা করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধবিরোধী দলগুলোকে নির্বাচন থেকে সরিয়ে রাখার চেষ্টায় সরকার: ফখরুল 
পরবর্তী নিবন্ধনারায়ণগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশের মামলা