ঢাকার ২ সিটিতে বিতর্কিতদের মনোনয়ন নয়: কাদের

পপুলার২৪নিউজ ডেস্ক:

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন (ডিএনসিসি ও ডিএসসিসি) নির্বাচনে মেয়র ও কাউন্সিলর পদে কোনো বিতর্কিত প্রার্থীকে মনোনয়ন দেওয়া হবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেছেন, ‘নির্বাচনে মেয়র পদে বিজয়ী হতে পারে এমন প্রার্থীকে মনোনয়ন দেবে আওয়ামী লীগ।’

বৃহস্পতিবার বেলা ১১টায় নারায়ণগঞ্জের রূপগঞ্জে ঢাকা-বাইপাস সড়কে নির্মাণাধীন ছয় লেন বিশিষ্ট এক্সপ্রেস ওয়ে সড়কের নির্মাণ কাজের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

সেতুমন্ত্রী বলেন, ‘প্রার্থীদের জনপ্রিয়তা সম্পর্কে স্বয়ং প্রধানমন্ত্রী বিভিন্ন সংস্থা ও তার নিজস্ব টিম দিয়ে জরিপ করেছেন। নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষভাবে করতে নির্বাচন কমিশনকে সকল প্রকার সহায়তা করা হবে। এছাড়া সরকারি দল নির্বাচনে কোনো হস্তক্ষেপ করবে না।’

এক্সপ্রেস ওয়ে নির্মাণের সময়কাল নিয়ে এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘নির্ধারিত সময়ের মধ্যেই কাজ শেষ হবে। মাঝখানে প্রকল্পের অর্থ বরাদ্দ নিয়ে কিছু জটিলতা সৃষ্টি হওয়ার কারণে এক্সপ্রেস ওয়ের কাজ কিছুটা ধীরগতিতে চলছিল। তবে সেই সমস্যা এখন আর নেই। এই প্রকল্পে চায়নার বেসরকারি কোম্পানি সিচুয়ান রোড অ্যান্ড ব্রিজ গ্রুপ করপোরেশন লিমিটেড, শামীম এন্টারপ্রাইজ প্রাইভেট লিমিটেড এবং ইউডিসি কনস্ট্রাকশন লিমিটেড যৌথভাবে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ চুক্তি স্বাক্ষর করেছে। পিপিপির আওতায় ঢাকা বাইপাস সড়কের নির্মাণ কাজ আগামী তিন বছরের মধ্যে শেষ হবে।’

সড়কে দুর্ঘটনার জন্য উঠতি নেতাদের দায়ী করে ওবায়দুল কাদের বলেন, ‘উঠতি বয়সের তরুণরা ও নীতিহীন নেতারা ঢাকা এবং ঢাকাসহ সারাদেশের ট্রাফিক আইন মেনে চলে না। তাদের ছত্রছায়ায় মহাসড়কগুলোতে নছিমন-করিমন-ভটভটিসহ বিভিন্ন থ্রি হুইলার চলাচল করছে। তারা ভোট পাওয়ার জন্য এসব যানবাহন চলাচলে সুযোগ করে দেয়। এসব যান সড়ক ও মহাসড়কে দুর্ঘটনার অন্যতম বড় কারণ।’

পূর্ববর্তী নিবন্ধআওয়ামী লীগের মনোনয়নপত্র নিলেন সাঈদ খোকন
পরবর্তী নিবন্ধ‘মিস্টার নুর ভালো আছেন, চিকিৎসা নিয়ে লুকোচুরির কিছু নেই’