ঢাকার সব খালে সীমানা খুঁটি দেয়া হবে : মেয়র আতিক

নিজস্ব প্রতিবেদক

বুড়িগঙ্গা-তুরাগ নদীর মতো ঢাকার সব খালে সীমানা খুঁটি দেয়া হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম।

বুধবার (২০ জানুয়ারি) বাড্ডার সুতিভোলা খাল ও কড্ডা খাল পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

তিনি আরও বলেন, ঢাকার নদীগুলোতে যেভাবে সীমানা খুঁটি দেয়া হয়েছে, সেভাবে ঢাকার খালগুলোতেও সীমানা খুঁটি দেয়া হবে। সীমানা নির্ধারণ করে দিতে ঢাকা জেলা প্রশাসনকে বলা হয়েছে। তারা সীমানা নির্ধারণ করে দিলে খালের ভেতর কোনো অবৈধ স্থাপনা থাকবে না।

মেয়র আতিকুল ইসলাম বলেন, ঢাকা উত্তর সিটি করপোরশনের অধীনে ১৩টি খাল রয়েছে। কিন্তু খালে পানি প্রবাহ নেই, কচুরিপানায় ভরা। এই কচুরিপানার নিচে লাখ লাখ মশার প্রজনন তৈরি হচ্ছে। এখন এসব খাল পরিষ্কার করে পানি প্রবাহ তৈরি করা হবে।

তিনি আরও বলেন, গত বছর থেকে এবার মশার উপদ্রব কম। আশা করি— ভবিষ্যতে আরও কমিয়ে আনতে পারব। এভাবে পর্যায়ক্রমে মশামুক্ত নগরী করা হবে।

পূর্ববর্তী নিবন্ধশেয়ারবাজারে সুশাসন প্রতিষ্ঠায় পদক্ষেপ নেয়া হয়েছে ডিএসইর: চেয়ারম্যান
পরবর্তী নিবন্ধমিয়ানমারে মার্চে ফিরতে পারে ৪২ হাজার রোহিঙ্গা