ঢাকার মানহানি মামলায় খালেদা জিয়ার জামিন

পপুলার২৪নিউজ প্রতিবেদক :

মুক্তিযুদ্ধে শহীদ ও শহীদ বুদ্ধিজীবীদের নিয়ে বিতর্কিত মন্তব্য করার অভিযোগে দায়ের করা মানহানির মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ছয় মাসের জামিন দিয়েছেন হাইকোর্ট।

বিচারপতি মুহাম্মদ আবদুল হাফিজ ও বিচারপতি কাশেফা হোসেনের বেঞ্চ এ আদেশ দেন।

গতকাল সোমবার হাইকোর্টেরর সংশ্লিষ্ট শাখায় খালেদা জিয়ার জামিন চেয়ে আবেদন করেন তার আইনজীবীরা।

এর আগে গত ৭ আগস্ট ঢাকার একটি আদালত এই মানহানির মামলায় খালেদা জিয়ার জামিন নামঞ্জুর করেন।

২০১৬ সালের ৫ জানুয়ারি এ বি সিদ্দিকী মানহানির অভিযোগে মামলাটি দায়ের করেন।

মামলার অভিযোগে বলা হয়, ২০১৫ সালের ২১ ডিসেম্বর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল আয়োজিত এক আলোচনা সভায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া মুক্তিযুদ্ধে শহীদদের নিয়ে বিতর্কিত মন্তব্য করেন।

পূর্ববর্তী নিবন্ধরংপুর বরিশাল সিলেটে নতুন বিভাগীয় কমিশনার
পরবর্তী নিবন্ধপ্রধানমন্ত্রী হয়ে প্রথমেই ইরান সফর করবেন ইমরান খান