ঢাকা মেডিকেল হাসপাতালে চিকিৎসাসেবা বন্ধ

পপুলার২৪নিউজ প্রতিবেদক:
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাসেবা বন্ধ করে দিয়েছেন চিকিৎসকরা। মঙ্গলবার সকালে হাসপাতালের ইনডোর ও আউটডোরে প্রবেশপথের বিভিন্ন ফটকে তালা ঝুলিয়ে দেয়া হয়। সকালে চিকিৎসা নিতে আসা শত শত রোগী এসে গেটে তালা মারা দেখতে পান।

গত রোববার (২৯ অক্টোবর) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে স্বজনদের হাতে ডক্তারকে মারধরের প্রতিবাদে, জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি ও চাকরিস্থলে নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে আন্দোলনকারী চিকিৎসকরা এ সিদ্ধান্ত নিয়েছেন।

 

পূর্ববর্তী নিবন্ধউখিয়া ও টেকনাফে নৌকাডুবি: ৭ জনের লাশ উদ্ধার
পরবর্তী নিবন্ধপরিবহন ধর্মঘটে অচল উত্তর-দক্ষিণবঙ্গ