পপুলার২৪নিউজ ডেস্ক:
যুভেন্টাসের সঙ্গে ড্র করেও চ্যাম্পিয়ন্স লিগের নক আউট পর্বে উঠেছে বার্সা। একম্যাচ বাকি থাকতেই গ্রুপ সেরাও হয়েছে মেসিরা।
বুধবার রাতে যুভেন্টাসের মাঠে গোলশূন্য ড্র করেছে স্প্যানিশ জায়ান্টরা।
এদিন প্রথমার্ধে দলের তারকা ফুটবলার লিওনেল মেসিকে সাইড বেঞ্চে বসিয়ে রাখেন বার্সা বস এরনেস্তো ভালভেরদে।তবে ৫৬ মিনিটে মাঠে নামলেও ম্যাচে তার কোনো প্রভাব পড়েনি।
প্রথমার্ধে কোনো দলই গোলের সুযোগ তৈরি করতে পারেনি। তবে দ্বিতীয়ার্ধে বেশ কয়েকটি সুযোগ পেলেও যুভেন্টাস ও বার্সা কেউই তা কাজে লাগাতে পারেনি।
ফলে গোলশূন্য ড্র হয়েছে ম্যাচটি। এর আগে প্রথম লেগে নিজেদের মাঠে যুভেন্টাসকে ৩-০ গোলের ব্যবধানে হারিয়েছিল বার্সা।
‘ডি’ গ্রুপে পাঁচ ম্যাচে বার্সেলোনার পয়েন্ট ১১। ৮ পয়েন্ট নিয়ে শেষ ষোলোতে যাওয়ার লড়াইয়ে আছে যুভেন্টাস।
গ্রুপের অন্য ম্যাচে গ্রিসের অলিম্পিয়াকোসকে ৩-১ গোলে হারিয়ে ৭ পয়েন্ট নিয়ে নকআউট পর্বের আশা টিকিয়ে রেখেছে পর্তুগালের স্পোর্তিং।