স্পোর্টস ডেস্ক:
আগের চার দেখায় ঘরের মাঠে কখনই বায়ার্নকে হারাতে পারেনি ইন্টার মিলান। গতকালও পারেনি তারা। সান সিরোতে নেরাজ্জুরিদের অপরাজেয় থাকার রেকর্ড অক্ষুণ্ণ রাখল জার্মান ক্লাবটা। কিন্তু তাতে লাভ হলো না। ২-২ গোলে ড্রয়ের পর আগের লেগের হিসেব চুকিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে গেল ইন্টার মিলানই। আর বায়ার্নকে হতাশ হয়েই ফিরতে হচ্ছে নিজেদের ডেরায়।
২-২ গোলের পর অ্যাগ্রিগেট হয়েছে ৪-৩। ফিলিপে ইনজাঘির দল তাতে চলে যাচ্ছে সেমিতে। যেখানে তাদের জন্য অপেক্ষা করছে স্পেনের ক্লাব বার্সেলোনা। ২০১০ সালের সেমিফাইনালেও দেখা হয়েছিল এই দুই দলের। সেবারেও সেমিফাইনালেই দেখা হয়েছিল ইন্টার-বার্সার। সেবারে বার্সেলোনাকে ৩-২ অ্যাগ্রিগেটে হারিয়ে ফাইনালে যায় ইন্টার মিলান।
সান সিরোতে গতকাল রাতের ম্যাচে শুরু থেকেই ছিল আক্রমণ-প্রতি আক্রমণের খেলা। দুই দলের কাছ থেকেই দারুণ ফুটবল দেখা গেলেও প্রথমার্ধে কাজের কাজটা করতে পারেনি কেউই। দ্বিতীয়ার্ধেই আবার ২৪ মিনিটের মাঝে ৪ গোল দেখেছে মাঠে এবং টিভিসেটের সামনে থাকা দর্শকরা।
গোলের শুরুটা করেছিল বায়ার্নই। লেয়ন গোরেৎজকার কাছ থেকে বল পেয়ে বক্সে পাস দেন ইংলিশ স্ট্রাইকার হ্যারি কেইনকে। নিচু শটে দূরের পোস্টে গোল আদায় করেন নেন তিনি। এই গোল দিয়েই দুই লেগ মিলিয়ে ২–২ সমতায় ফেরে বাভারিয়ানরা।
৫৮ মিনিটে ইন্টারের আর্জেন্টাইন অধিনায়ক লাউতারো মার্তিনেজ ফের অ্যাগ্রিগেটে এগিয়ে দেন ইতালিয়ান জায়ান্টদের। কর্নারে তার হেড করা বল বায়ার্নের এক ডিফেন্ডারের পায়ে বাধা পাওয়ার পর ফিরতি বলে জোরাল শটে জাল খুঁজে নেন তিনি। আর এই গোল দিয়ে ইন্টারের ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে চ্যাম্পিয়ন্স লিগে টানা পাঁচ ম্যাচে গোলের কীর্তি গড়লেন মার্তিনেজ।
৩ মিনিট পর ইন্টারের হয়ে আরেক গোল করে বায়ার্নের হতাশা বাড়িয়ে তোলেন বায়ার্নেরই সাবেক ডিফেন্ডার বেঞ্জামিন পাভার। ইন্টারের জার্সিতে এটিই তার প্রথম গোল, আর সেটাই পেলেন নিজের সাবেক দলের বিপক্ষে। কর্নার থেকে ভেসে আসা বল হেডে জালে জড়ান তিনি।
৭৬ মিনিটে আরেক ইংলিশ ফুটবলার এরিক ডায়ার ম্যাচে সমতা এনে বায়ার্নের সম্ভাবনা আরেকদফা বাড়িয়ে দেন। কিন্তু সেটা আর হয়নি শেষ পর্যন্ত। ২-২ গোলের ড্র দিয়েই মাঠ ছাড়তে হয়েছে দুই দলকে।