ডোপিং-কাণ্ডে ৪ বছর নিষিদ্ধ পল পগবা

স্পোর্টস ডেস্ক : ডোপিং-কাণ্ডে চার বছরের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে ফ্রান্সের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার পল পগবাকে। এমনটাই জানিয়েছে ইতালি ভিত্তিক সংবাদমাধ্যম রিপাবলিকা।

গত ২০ আগস্ট সিরি আয় উদিনেসের-জুভেন্তাস ম্যাচের পর ডোপ টেস্টে রেজাল্ট পজিটিভ আসে পগবার। যদিও সেই ম্যাচে মাঠেই নামেননি তিনি। পুরোটা সময় গরম করেছেন বেঞ্চ।
পজিটিভ রেজাল্ট আসার পর তৎক্ষণাত নিষিদ্ধ করা হয় পগবাকে। যদিও আপিল করেছিলেন ৩০ বছর বয়সী এই মিডফিল্ডার। কিন্তু কোনো লাভ হয়নি। চার বছরের নিষেধাজ্ঞা পাওয়ায় তার ক্যারিয়ারের শেষ দেখে ফেলছেন অনেকেই।

টেস্টের রেজাল্টে পগবার শরীরে টেস্টোস্টেরনের মাত্রা পাওয়া যায়। টেস্টোস্টেরন এমন একটি হরমোন যা একজন ক্রীড়াবিদের সহনশীলতা বাড়িয়ে দেয়।

গত মৌসুমে ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে চার বছরের চুক্তিতে জুভেন্তাসে যোগ দেন পগবা। যদিও ইনজুরির কারণে মৌসুমের অনেকটা সময়ই মাঠের বাইরে ছিলেন এই মিডফিল্ডার। চলতি মৌসুমে এখন পর্যন্ত একটি ম্যাচই খেলেছেন তিনি।

পূর্ববর্তী নিবন্ধবিদ্যুতের দাম বাড়িয়ে প্রজ্ঞাপন
পরবর্তী নিবন্ধঅগ্নিঝরা মার্চের প্রথম দিন আজ