ডেঙ্গুতে মৃত্যু ১২০০ ছাড়াল

নিউজ ডেস্ক : সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ১৬ জন মারা গেছেন। এ নিয়ে চলতি বছরের ১৮ অক্টোবর পর্যন্ত ১ হাজার ২০৬ জন ডেঙ্গু রোগীর মৃত্যু হলো।

গত ২৪ ঘণ্টায় সারা দেশে ২ হাজার ৪৯৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৭৪ জন এবং ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৯২১ জন।

মঙ্গলবার (১৭ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ৮ হাজার ২৯৯ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন। তাদের মধ্যে ঢাকার হাসপাতালগুলোতে ২ হাজার ৪৬৮ জন এবং ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ৫ হাজার ৮৩১ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিচ্ছেন।

সারা দেশে চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ২ লাখ ৪৭ হাজার ১৯৩ জন হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাসেবা নিয়েছেন। তাদের মধ্যে ঢাকায় ৯৩ হাজার ৬৭৯ জন এবং ঢাকার বাইরে ১ লাখ ৫৩ হাজার ৫১৪ জন।

আক্রান্তদের মধ্যে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ লাখ ৩৭ হাজার ৬৮৮ জন। তাদের মধ্যে ঢাকায় ৯০ হাজার ৪৬৯ জন এবং ঢাকার বাইরে ১ লাখ ৪৭ হাজার ২১৯ জন।

 

পূর্ববর্তী নিবন্ধটেকসই প্রত্যাবাসনই রোহিঙ্গা সমস্যার একমাত্র সমাধান: পররাষ্ট্রমন্ত্রী
পরবর্তী নিবন্ধজরুরিভিত্তিতে ফিলিস্তিনে ওষুধ পাঠাতে বললেন প্রধানমন্ত্রী