ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

এডিস মশাবাহী ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও সাতজনের মৃত্যু হয়েছে। এছাড়া এই জ্বর নিয়ে গত ২৪ ঘণ্টায় এক হাজার ১৩৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

বুধবার (২৩ অক্টোবর) রাতে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট মারা গেছেন ২৬৪ জন। এছাড়া ডেঙ্গু আক্রান্ত হয়ে এখন পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৩ হাজার ১৯৬ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় মৃত সাতজনের মধ্যে ঢাকা বিভাগের দুইজন। এছাড়া বরিশাল বিভাগে তিনজন, খুলনা বিভাগে একজনের এবং ময়মনসিংহ বিভাগে একজনের মৃত্যু হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধঢাকা ও রংপুরে নতুন বিভাগীয় কমিশনার
পরবর্তী নিবন্ধসংবিধান বাতিল ও রাষ্ট্রপতির অপসারণে জাতীয় ঐক্যের ডাক