ডুয়েটে ভর্তি পরীক্ষা ২১ মে

পপুলার২৪নিউজ ডেস্ক:
গাজীপুরে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) বিএসসি ইঞ্জিনিয়ারিং ও বি.আর্ক প্রোগ্রামের ভর্তি পরীক্ষা আগামী ২১মে অনুষ্ঠিত হবে।

সোমবার ডুয়েটের সহকারি পরিচালক (গবেষণা ও সম্প্রসারণ) মোছাঃ কামরুন নাহার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০১৬-১৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে।

এ লক্ষ্যে আবেদন গ্রহণ করা শুরু হয়েছে ১ এপ্রিল থেকে। চলবে আগামি ৩ মে পর্যন্ত।

আবেদন করা যাবে ডাচ বাংলা ব্যাংক লিমিটেড মোবাইল ব্যাংকিং এবং অনলাইনের মাধ্যমে। ভর্তি পরীক্ষার ফি বাবদ ৯৮০ টাকা প্রদান করতে হবে।

উল্লেখ্য, এ বছর ভর্তি পরীক্ষার মাধ্যমে ৮টি বিভাগে মোট ৬৫৪ (কোটা সহ) জন শিক্ষার্থী ভর্তি করা হবে।

অনলাইন ভর্তি বিষয়ক বিস্তারিত তথ্যাবলী http:/www.duetbd.com/admission2017 এ পাওয়া যাবে।

পূর্ববর্তী নিবন্ধমাদক ব্যবসায় বাধা দেয়ায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী খুন
পরবর্তী নিবন্ধগোপালগঞ্জে কলেজ ছাত্রীকে অ্যাসিড নিক্ষেপে অভিযুক্তদের সাজা